হোম > খেলা > অন্য খেলা

সেমিতে সেরাটা দেওয়া হলো না ইমরানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগের দিনও ইমরানুর রহমানের টাইমিং ছিল ১০.২৫। এই টাইমিং গড়েই প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিতে উঠেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব। আজ ইমরান নিজের সেরা টাইমিংটা ধরে রাখতে পারলেই গড়তেন আরও একটি ইতিহাস।

আজ ব্যাংককে এশিয়ান চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টে তাকিয়ে ছিল বাংলাদেশ। আশা জাগিয়েছিলেন ইমরান। শেষ পর্যন্ত হয়নি। পারেননি এশিয়ান ইনডোরে সোনাজয়ী স্প্রিন্টার। ১০.৪০ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে ওঠা হয়নি ইমরানের।

সেমিফাইনালের তিন নম্বর হিটে ৮ জনের মধ্যে পঞ্চম হন ইমরান। একই হিটে সৌদি আরবের আব্দুল্লাহ ১০.২৪ সেকেন্ড সময় নিয়ে ফাইনালে উঠেছেন। ইমরান নিজের সময়টা ১০.৩০ সেকেন্ডের আশপাশে রাখলেই পেতেন ফাইনালের টিকিট। এই হিটে চাইনিজ তাইপের ইয়ান চুন হান ১০.৩৩ সেকেন্ড ও চীনের চেন গুয়ানফেং ১০.৩৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন।

সেমিফাইনালে মোট ২২ স্প্রিন্টার দৌড়েছেন। ইমরানের অবস্থান ১১ তম। ফাইনালে খেলতে হলে ইমরানকে হতে হতো অষ্টম। যিনি অষ্টম হয়েছেন সেই চীনের চেন জিয়াংপের টাইমিং ছিল ১০.৩৮। দৌড়ে ইমরানের শুরুটা ছিল ভালো। কিন্তু শেষদিকে এসে হারান খেই। শেষ ২০ মিটারে সেরাটা দিতে না পারার আক্ষেপ নিয়ে ফাইনালে যাওয়া হলো না ইমরানুরের।

শেষ আটে মেয়েদের প্রতিপক্ষ ভারত ছেলেদের নেপাল

‘আমরা যুক্তরাষ্ট্রেই থেকে যাব’

‘সবাই শুধু আশা দেখায়’

নতুন বছরে লক্ষ্য গ্র্যান্ডমাস্টার হওয়া

হকি ফিরতেই হট্টগোল

নীড়ের কাছে ধরাশায়ী ৪ গ্র্যান্ডমাস্টার

১৬ বছর ‘দুপুরে খাননি’ জিমি

বিশ্বকাপ প্রস্তুতিতে হকিতে বিদেশি কোচ আনার পরিকল্পনা

৮ বছর যেতেই ১০ কোটি টাকার ফ্ল্যাডলাইটে ত্রুটি

কাবাডির সেমিফাইনালের টিকিট পেল যারা

সেকশন