আগের দিন মালয়েশিয়ার সঙ্গে ড্র করার পর আজ জুনিয়র এশিয়া কাপের হকিতে চীনকে রুখে দিয়েছে বাংলাদেশ। ওমানের মাসকটে ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় বাংলাদেশকে এখন সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে। যেখানে প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল থাইল্যান্ড। সে ক্ষেত্রে ম্যাচ জিততে পারলে বিশ্বকাপে খেলার স্বপ্ন সত্যি হবে।
‘বি’ গ্রুপে চার ম্যাচে একটি করে জয়-হার ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এখন বাংলাদেশ। এক পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে চীন আর পাকিস্তান আছে শীর্ষে। তারপরই আছে মালয়েশিয়া।
এদিন ম্যাচের ৪১ মিনিটে সতীর্থের পাসে মোহাম্মদ আলী জোরালো রিভার্স হিটে প্রতিপক্ষের পোস্ট কাঁপান। ৪৮ মিনিটে ওয়াং ইবো পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতায় ফেরান। শেষদিকে পেনাল্টি কর্নার থেকে চীন পোস্ট ভেদ করলেও আম্পায়াররা সেটি বাতিল করে দেন।
বাংলাদেশ প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল ৬-০ গোলে। এরপর তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখে।