নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দাবা অলিম্পিয়াডে তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ার জিয়া। গতকাল হাঙ্গেরির বুদাপেস্টে ওপেন বিভাগে সাইপ্রাসের দাবাড়ুদের হারিয়ে জয় পান বাংলাদেশের তিনজন।
তাহসিন ছাড়াও এদিন জিতেছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। আর মহিলা বিভাগে বার্বাডোসকে হারিয়েছে বাংলাদেশ। দুই বিভাগেই বাংলাদেশ ৩.৫-০.৫ পয়েন্ট ব্যবধানে জেতে।
প্রথম দুই রাউন্ডে তাহসিন রিজার্ভ খেলোয়াড় হিসেবে ছিলেন। কিন্তু তৃতীয় রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ বিশ্রাম নেওয়ায় তাহসিন দলে সুযোগ পান।
এদিকে ফিদে মাস্টার মনন রেজা নীড় ড্র করেছেন। আর কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদ দাবা অলিম্পিয়াডে প্রথম দুই রাউন্ডে খেলেননি। তবে তৃতীয় রাউন্ডে খেলেন ওয়ালিজা আহমেদের পরিবর্তে। তাতেই বাজিমাত। ৮২ বছর বয়সী রাণী হামিদ বার্বাডোজের দাবাড়ু স্প্রিংগার লেশিকে পরাজিত করেন।