নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দাবা অলিম্পিয়াডে নবম রাউন্ডে দারুণ জয় তুলে নিয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদ। গতকাল রাতে মহিলা বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। যেখানে বাংলাদেশের চার দাবাড়ুর মধ্যে জিতেছেন শুধু রাণী হামিদই।
বাংলাদেশের দাবার কিংবদন্তি রাণী হামিদ। ৮২ বছর বয়সে তিনি বিশ্ব দাবার সর্বোচ্চ টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। শুধু প্রতিনিধিত্ব নয়, রীতিমতো চলছে তাঁর দাপট। এরই মধ্যে ৯ রাউন্ডের মধ্যে ৬ রাউন্ডে অংশ নিয়ে ৬টিতেই জয় পেয়েছেন রাণী।
নবম রাউন্ডে রাণী হামিদের প্রতিপক্ষ ছিলেন আর্জেন্টাইন আন্তর্জাতিক মাস্টার মারিয়া বেলেন, যেখানে রাণী হামিদের রেটিং ১৯০০ আর আর্জেন্টাইন দাবাড়ুর ২১৭২। এর পরও কুল পাননি এই আর্জেন্টাইন।
এদিকে ওপেন বিভাগে বাংলাদেশ ২.৫-১.৫ গেম পয়েন্টে লেবাননকে হারিয়েছে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হেরেছেন এবং আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ড্র করেছেন।