ওয়ার্ল্ড র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়। প্রথমবার বাংলাদেশ থেকে কোনো দাবাড়ু অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। যেখানে খেলছেন বিশ্বের শীর্ষ দাবাড়ুরা। আর সেই মহা লড়াইয়ের মঞ্চে এক এক করে চার গ্র্যান্ডমাস্টারকে হারালেন নীড়।
নিউইয়র্কে হওয়া এই প্রতিযোগিতায় গতকাল শেষ দিনে মননের কাছে হেরেছেন আমেরিকান গ্র্যান্ডমাস্টার কার্ল ফিদেল জিমেনেজ এবং গ্র্যান্ডমাস্টার এরেনবার্গ সের্গেই। তার আগে গত বৃহস্পতিবার পঞ্চম রাউন্ডে মনন হারান অস্ট্রিয়ার গ্র্যান্ডমাস্টার হোরভাথ ডোমিনিককে। শুক্রবার নবম রাউন্ডে হারিয়েছিলেন জার্মানির গ্র্যান্ডমাস্টার ডেনিস ওয়াগনারকে। প্রতিযোগিতায় আন্তর্জাতিক মাস্টার নীড়ের শুরুর র্যাঙ্কিং ছিল ১৭১, তিনি ১৩ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট অর্জন করেন।
এদিকে মহিলা ফিদে মাস্টার নোশিন আনজুম অষ্টম রাউন্ডে মোনাকোর মহিলা ক্যান্ডিডেট মাস্টার বেরেজোভস্কা ভেটলানাকে পরাজিত করেন। আর সপ্তম রাউন্ডে নরওয়ের মেচলিন মনিকার সঙ্গে ড্র করেন। পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলায় যথাক্রমে বুলগেরিয়ার মহিলা গ্র্যান্ড মাস্টার ক্রাসটেভা বেলোসলাভা ও ডেনমার্কের মহিলা ফিদে মাস্টার ডারফিল্ড সোফি বেচেরর কাছে হেরে যান তিনি। যার সুবাদে ৯ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ১১০ জনের মধ্যে ১০৫তম হন নোশিন।