নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অতীতের অন্য এশিয়ান গেমসের আসরে অ্যাথলেটিকস থেকে তেমন কোনো অর্জন নেই বাংলাদেশের। এবার দৃশ্যপটটা পাল্টে দিয়েছিলেন ইমরানুর রহমান, এই বছরের শুরুতে এশিয়ান ইনডোরে সোনা জেতার পর। ইমরানকে ঘিরে তাই একটা প্রত্যাশা ছিলই।
সেই প্রত্যাশা আজ কিছুটা হলেও পূরণ করেছেন ইমরান। আজ ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৪ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে তৃতীয় হয়ে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব।
হ্যাংঝু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে পাঁচ নম্বর হিটের নয় নম্বর লেনে দৌড়ান ইমরান। পাঁচ হিট মিলে ইমরানের অবস্থান ১৭তম। তার হিটে ইন্দোনেশিয়ান প্রথম ও কাতারের স্প্রিন্টার হয়েছেন দ্বিতীয়। সব হিট মিলিয়ে সেরা টাইমিং ১০.০৭ সেকেন্ড।
এশিয়াডে এর আগে বাংলাদেশের কোনো স্প্রিন্টার সেমিফাইনালে খেলেছেন কিনা তার কোনো পরিসংখ্যান নেই। তবে আগামীকাল ফাইনালে উঠতে পারলে ইমরানই হবেন প্রথম স্প্রিন্টার যিনি খেলবেন ফাইনালে। ১০.১১ সেকেন্ডে জাতীয় রেকর্ড গড়েছিলেন ইমরান। এশিয়াডে সেই টাইমিং করতে পারলে হয়তো ফাইনালেও খেলার সুযোগ থাকবে তাঁর।