৪৫তম দাবা অলিম্পিয়াড শেষ করে বাংলাদেশের পাঁচ খেলোয়াড় বুদাপেস্টে থেকে যান। মূলত আরও তিন টুর্নামেন্ট খেলে নর্ম অর্জন করাই তাদের লক্ষ্য। আজ তাদের মধ্যে প্রথম সুখবরটা পেলেন মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার নর্ম পেয়েছেন তিনি।
টুর্নামেন্টে ওয়াদিফা হয়েছেন চতুর্থ। এই ইভেন্ট থেকে তিনি ১৩০ রেটিংও বাড়িয়ে নেন। বর্তমানে তাঁর রেটিং ১৯৮৮। ওয়াদিফার বড় বোন মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ অনূর্ধ্ব-২২৫০ রেটিং টুর্নামেন্টে ৯ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়েছেন।
এ দিকে ফিদে মাস্টার মনন রেজা নীড় নয় খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়ে অষ্টম হয়েছেন। আর তাহসিন তাজওয়ার জিয়া নয় খেলায় চার পয়েন্ট পেয়ে ষষ্ঠ হন। গ্র্যান্ড মাস্টার্স দাবা এ’ তে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান আট খেলায় তিন পয়েন্ট অর্জন করেন। মহিলা ফিদে মাস্টার অনূর্ধ্ব-২২৫০ ইভেন্টে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ নয় খেলায় পাঁচ পয়েন্ট অর্জন করে ষষ্ঠ স্থান পান।