নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জনের টুর্নামেন্ট আজ থেকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে শুরু হয়েছে। টুর্নামেন্টের প্রথম দিন কম-বেশি সাফল্য পেয়েছেন বাংলাদেশের প্রায় সবাই।
বছরব্যাপী দাবার টুর্নামেন্ট আয়োজন প্রকল্পের প্রথম ধাপ হিসেবে আজ থেকে শুরু হয়েছে ১ম গ্র্যান্ডমাস্টার্স ও আন্তর্জাতিক মাস্টার্স দাবা প্রতিযোগিতা। গ্র্যান্ড মাস্টার দাবার প্রথম রাউন্ডে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ভারতের আন্তর্জাতিক মাস্টার নুবাইরশাহ শেখকে পরাজিত করেন। সাদা ঘুঁটি নিয়ে নুবাইরশাহের বিপক্ষে কিংস ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৫২ চালে জয়ী হন ফাহাদ।
বেলজিয়ামের গ্র্যান্ডমাস্টার ভাদিম মালাকাতকোর সঙ্গে ড্র করেছেন দেশের আরেক আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন। ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের সঙ্গে ড্র করেছেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে ক্যান্ডিডেট মাস্টার তাহসিন হাজওয়ার জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার কোস্তভ চ্যাটার্জীকে পরাজিত করেন। হেরেছেন শুধু ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়। ভারতের সৌরথ বিশ্বাসের কাছে হেরেছেন তিনি।