নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুরুতে ভয় ধরেছিল থাইল্যান্ড। শুরুতে এগিয়েও গিয়েছিল দলটি। তাই প্রথমার্ধ হলো জমজমাট কিন্তু দ্বিতীয়ার্ধ হলো বেশ একতরফা। এগিয়ে থাইল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনাল উঠল গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ফাইনালে খেলে নিশ্চিত করল ২০২৪ বিশ্বকাপের টিকিটও।
পল্টনের ভলিবল স্টেডিয়ামে আজ সোমবার থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্টে হারায় বাংলাদেশ।
দুই দল শুরুতে লড়ছিল চোখে চোখ রেখে। একপর্যায়ে থাইল্যান্ড এগিয়ে ছিল ৭-৪ পয়েন্টে। এরপর একটু একটু করে নিজেদের ফিরে পেতে থাকেন তুহিন-রাসেলরা। প্রথমার্ধ শেষ করেন ১৭-১১ পয়েন্টে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি থাইল্যান্ড। এ অর্ধে তুহিনরা আদায় করে নেন আরও ১৮ পয়েন্ট। অন্যদিকে থাইল্যান্ড তুলতে পারে কেবল ১৫ পয়েন্ট।
ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের (আইকেএফ) সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু কাপ কাবাডি থেকে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই হিসেবে বিবেচিত হবে। এখান থেকে সেরা দুই দল পাবে ২০২৪ সালের কাবাডি বিশ্বকাপে খেলার সুযোগ। ফাইনালে উঠে বিশ্বকাপ খেলাও নিশ্চিত করল তুহিন তরফদারের দল।
পোল্যান্ডকে ৫০-২২ পয়েন্টে হারিয়ে এ আসরে শুভ সূচনা করা লাল-সবুজ জার্সিধারীরা পরের দুই ম্যাচে আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে ও নেপালকে ৪০-২৪ পয়েন্টে হারিয়েছিল।
চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে ৫৫-২৭ পয়েন্টে নিশ্চিত করেছিল সেমি-ফাইনাল খেলা। নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে ইরাককে ৪৯-৩৩ পয়েন্টে হারিয়ে গ্রুপ সেরা হয়েছিল বাংলাদেশ।