নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ। আজ শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে গ্রুপ ‘এ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে পাঁচটি লোনাসহ ৫৬-২১ পয়েন্টে হারিয়েছে লাল-সবুজের দলটি।
প্রথমার্ধে ২টি লোনাসহ ২৬-১৪ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রতিরোধ গড়ার চেষ্টা করেও খুব একটা সুবিধা করতে পারেনি মালয়েশিয়া। একের পর এক পয়েন্ট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ছুটতে দেয়নি বাংলাদেশ। সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের রাজিব আহমদে। বাংলাদেশের টানা দ্বিতীয় জয়ের বিপরীতে মালয়েশিয়ার এটা দ্বিতীয় হার। নিজেদের প্রথম ম্যাচে শনিবার ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারায় বাংলাদেশ। আর শ্রীলঙ্কার কাছে ৫৩-২৬ পয়েন্টে হেরেছে মালয়েশিয়া।