হোম > খেলা > অন্য খেলা

প্রাথমিক রাউন্ডের হিটে প্রথম হয়েছেন ইমরানুর

ক্রীড়া ডেস্ক

বছরের শুরুতে কাজাখস্তানে এশিয়ান ইনডোরে সোনা জিতেছিলেন ইমরানুর রহমান। সেই ছন্দটা বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে যেন নিয়ে এসেছেন তিনি। প্রতিযোগিতার প্রথম দিনে ১০০ মিটার স্প্রিন্টের প্রাথমিক রাউন্ডে নিজের হিটে প্রথম হয়েছেন তিনি। 

আজ হাঙ্গেরির বুদাপেস্টে শুরু হওয়া চ্যাম্পিয়নশিপে ১০.৫০ সেকেন্ডে প্রথম হয়েছেন ইমরানুর। তাঁর সঙ্গে পরের হিটে উঠেছেন অনিসিও পারেইরার। দ্বিতীয় হওয়া মোজাম্বিকের অ্যাথলেটের টাইমিং ১০.৮৯ সেকেন্ড। আজ রাতেই বাংলাদেশ সময় ১১টা ৪৩ মিনিটে পরের হিটে নামার কথা ইমরানুরের। 

সর্বশেষ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের অভিজ্ঞতা অবশ্য ভালো ছিল না ইমরানুরের। গত বছর যুক্তরাষ্ট্রের অরিগনে হওয়া প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রাথমিক রাউন্ড পেরিয়ে হিটে জায়গা করে নিলেও শেষ পর্যন্ত চোটের কারণে ট্র্যাকেই নামতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানব। সেবার প্রাথমিক রাউন্ডে এবারের থেকে অবশ্য কম সময় নিয়েছিলেন তিনি। সময় নিয়েছিলেন ১০.৪৭ সেকেন্ড।

শেষ আটে মেয়েদের প্রতিপক্ষ ভারত ছেলেদের নেপাল

‘আমরা যুক্তরাষ্ট্রেই থেকে যাব’

‘সবাই শুধু আশা দেখায়’

নতুন বছরে লক্ষ্য গ্র্যান্ডমাস্টার হওয়া

হকি ফিরতেই হট্টগোল

নীড়ের কাছে ধরাশায়ী ৪ গ্র্যান্ডমাস্টার

১৬ বছর ‘দুপুরে খাননি’ জিমি

বিশ্বকাপ প্রস্তুতিতে হকিতে বিদেশি কোচ আনার পরিকল্পনা

৮ বছর যেতেই ১০ কোটি টাকার ফ্ল্যাডলাইটে ত্রুটি

কাবাডির সেমিফাইনালের টিকিট পেল যারা

সেকশন