Ajker Patrika
হোম > খেলা > অন্য খেলা

অলিম্পিয়ান স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে মেরেছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন সাইক্লিস্ট

ক্রীড়া ডেস্ক    

অলিম্পিয়ান স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে মেরেছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন সাইক্লিস্ট
রোহান ডেনিস ও মেলিসা হোসকিনস। ছবি: সংগৃহীত

স্ত্রী মেলিসা হোসকিনসকে তিনি ‘খুন’ করেছেন—এটা মানতে নারাজ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন সাইক্লিস্ট অস্ট্রেলিয়ার রোহান ডেনিস। তবে যে গাড়ি দুর্ঘটনায় হোসকিনসের প্রাণ গেছে, সেই দুর্ঘটনায় নিজের দায় স্বীকার করেছেন ৩৪ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান।

গত বছর ৩০ ডিসেম্বর হাসপাতালে মারা যান সাবেক অলিম্পিক সাইক্লিস্ট মেলিসা হোসকিনস। অ্যাডিলেডে রোহান ডেনিসের বেপরোয়া গাড়ি চালানোর কারণেই গাড়ির নিচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হয়েছিলেন হোসকিনস। ঘটনার পরই ডেনিসকে দায়ী করে মামলা দায়ের করা হয়। ‘বিপজ্জনক ড্রাইভিংয়ের কারণে মৃত্যু ঘটানো’ এবং ‘যথাযথ যত্ন না নিয়ে গাড়ি চালিয়ে জীবন বিপন্ন করার’ অভিযোগ আনা হয়ে ডেনিসের বিরুদ্ধে।

সেই মামলায় অ্যাডিলেডের ম্যাজিস্ট্রেট আদালত হোসকিনসের মৃত্যুর পেছনে গাড়ি দুর্ঘটনার জন্য ডেনিসকে দোষী সাব্যস্ত করেছেন। তবে ৩৪ বছর বয়সী ডেনিস দাবি করেছেন, হোসকিনসের মারার কোনো ‘উদ্দেশ্য’ তাঁর ছিল না। তবে গাড়ি দুর্ঘটনার জন্য দোষ স্বীকার করেছেন। যার সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ড।

প্রয়াত ট্র্যাক সাইক্লিস্ট মেলিসা হোসকিনস ২০১২ এবং ২০১৬ অলিম্পিকে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেন। ২০১৫ সালে ফ্রান্সে হওয়া ট্র্যাক সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার হয়ে টিম পারাস্যুট ইভেন্ট জিতেছিলেন তিনি। আর রোহান ডেনিস ২০১৮ এবং ২০১৯ সালে ওয়ার্ল্ড টাইম ট্রায়াল চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং ২০১৫ সালে ট্যুর ডি ফ্রান্সে একটি স্টেজেও প্রথম হয়েছিলেন তিনি।

৮৮ বছর বয়সে জীবনের কোর্টকে বিদায় জানালেন কিংবদন্তি দাবাড়ু

পাকিস্তানের তিন শহরে এসএ গেমস

৫১ বছর পর টেস্ট সিরিজের শুরুটা জয়ে রাঙাল বাংলাদেশ

সেরা অ্যাথলেট নাজমুল-বর্ষা, ৩২ বছরের রেকর্ড ভাঙল নৌবাহিনী

জাতীয় অ্যাথলেটিকসের দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদলে গেল

বাংলাদেশ হকিতে জিমির বিকল্প অনেকেই আছে

৯ বছর পর জাতীয় হকি দলের কোচ মামুন

‘সাইবার ফোর্স সনাতনী’র দখলে ক্রীড়া পরিষদের ওয়েবসাইট

প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলের পাশে বিসিবি