জয় দিয়ে ৪৫তম দাবা অলিম্পিয়াড শুরু করেছে বাংলাদেশ। বুধবার হাঙ্গেরির বুদাপেস্টে উন্মুক্ত বিভাগের প্রথম রাউন্ডে চার বোর্ডেই জয় পায় গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড়।
প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল লেসোথো। নিয়াজ মোরশেদের প্রতিপক্ষ ছিলেন মোকেতে কারাবো। রাজীব, ফাহাদ ও নীড় খেলেছেন লেবাজোয়া শেফে, খালেমা সেচাবাকে ও এমফানে থাবাংকের বিপক্ষে। চার দাবাড়ু নিজ নিজ বোর্ডে জিতেছেন।
নারী বিভাগেও জয়ের হাসি হেসেছে বাংলাদেশ। তারা এদিন সেন্ট লুসিয়ার চার দাবাড়ুকে পরাজিত করেন। দুই বোন ওয়াদিফা, ওয়ালিজা, জাতীয় মহিলা চ্যাম্পিয়ন নোশিন আনজুম ও নুসরাত জাহান আলো নিজ নিজ বোর্ডে জয়োল্লাস করেছেন। মহিলা আন্তর্জাতিক মাস্টার রানি হামিদ প্রথম রাউন্ডে বিশ্রামে ছিলেন।