নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাজাখস্তানে ৬০ মিটার স্প্রিন্টে গত বছর সোনা জিতে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন ইমরানুর রহমান। বছর না ঘুরতেই এই এশিয়ান ইনডোর থেকে বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিলেন জহির রায়হান। দৌড়ের ৪০০ মিটারে ৪৮.১০ সেকেন্ড সময় নিয়ে আজ রুপা জিতেছেন জহির।
জহির জিততে পারতেন সোনাও। ইরানের সাজ্জাদ আঘাইয়ের সঙ্গে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাংলাদেশি স্প্রিন্টারের। একটা সময় পর্যন্ত এগিয়েই ছিলেন জহির, সাজ্জাদ এগিয়ে যেন শেষ সময়ে গিয়ে। শেষ পর্যন্ত জহিরের চেয়ে ১৫ মাইক্রো সেকেন্ড কম নিয়ে ৪৭.৯৫ সেকেন্ডে সোনা জিতেছেন স্বাগতিক স্প্রিন্টার।
এশিয়ান ইনডোরে আগামীকাল আরেকটি পদক জেতার সুযোগ রয়েছে বাংলাদেশের। যার হাত ধরে গতবার সোনা জিতেছিল বাংলাদেশ, সেই ইমরান আবারও উঠেছেন ৬০ মিটারের ফাইনালে। ৬০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালের আজ প্রথম হিটে ৬.৬০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে ফাইনাল নিশ্চিত করেন ইমরান। এর আগে বাছাইপর্বের তৃতীয় হিটে ৬.৬২ সেকেন্ড সময় নিয়ে সেমিতে উঠেছিলেন বাংলাদেশের দ্রুতমানব। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮.৫৫ মিনিটে সোনা ধরে রাখার লড়াইয়ে ট্র্যাকে নামবেন ইমরান।
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে আজ বাংলাদেশের শুরুটা হয়েছিল দ্রুততম মানবী শিরিন আক্তারের ১৩ তম হওয়ার খবরে। শিরিন না পারলেও এশিয়ান ইনডোরে গতকাল বাংলাদেশের শেষটা হয়েছে একটি পদকের সুসংবাদ আর আরেক পদকের সম্ভাবনা নিয়ে।