ক্রীড়া ডেস্ক
মাত্র ৩৬ বছর বয়সে মারা গেছেন তিনবারের ডব্লিউডব্লিউই বিশ্ব চ্যাম্পিয়ন ব্রে ওয়েট। তাঁর স্বাস্থ্যগত সমস্যার বিষয়টি প্রকাশ করা হয়নি। গত ফেব্রুয়ারিতে শেষবার তাঁকে রিংয়ে দেখা গেছে। তবে ওয়েটের পরিবার বলছেন, এই মৃত্যু আকস্মিক।
ওয়েটের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ডব্লিউডব্লিউই কনটেন্ট কর্মকর্তা ট্রিপল এইচ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান, ওয়েট অপ্রত্যাশিতভাবে চলে গেছেন। এই রেসলারের আসল নাম উইন্দাম রটুন্ডা।
ওয়েটের মৃত্যুতে শোক জানিয়েছেন ‘আকা দ্য রক’ নামে পরিচিত ডোয়াইন জনসন। টুইটারের নতুন নামকৃত এক্স-এ তিনি তিনি লিখেছেন, ‘হৃদয়বিদারক। তাঁর প্রতি সব সময় শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। তাঁর উপস্থিতি, প্রোমো ও রিংয়ে তাঁর কাজ ভালো লাগত।’
ডব্লিউডব্লিউই কমেন্টেটর মিক ফোলি লিখেছেন, ‘ব্রে ওয়েটকে নিয়ে আমার উচ্চাশা ছিল। তিনি সত্যিকারের স্বপ্নদর্শী ছিলেন।’
ওয়েটের বেড়ে ওঠা রেসলার পরিবারে। তাঁর পিতামহ ছিলেন আমেরিকান রেসলার ব্ল্যাকজ্যাক মুলিগান। ২০১৬ সালে তিনি মারা যান। ওয়েটের বাবা মাইক রটুন্ডাও ছিলেন রেসলার। ছোট ভাই বো ডালাসও ডব্লিউডব্লিউইর পরিচিত মুখ। নিজের চেষ্টাতে খ্যাতি পেয়েছেন ওয়েট, হয়েছেন কিংবদন্তি।
তাঁর জন্ম ১৯৮৭ সালের ২৩ মে, ফ্লোরিডার ব্রুকসভিলে। স্কুল পর্যায়ে ওয়েট রাজ্য রেসলিং চ্যাম্পিয়ন হোন এবং ট্রয় বিশ্ববিদ্যালয়ে ফুটবল নিয়ে বৃত্তি পান। তবে স্নাতক হওয়ার আগেই কোর্স ছেড়ে পেশাদারী রেসলার হওয়ার দিকে মনোযোগ দেন। ২০০৯ সারে পেশাদার রেসলার হিসেবে অভিষেক হয় তাঁর।