হোম > খেলা > অন্য খেলা

বাদ পড়লেও বার্তা দিলেন ১২ বছরের সেই বিস্ময়কর কিশোরী

টোকিও অলিম্পিকে ইতিহাস গড়া হলো না ১২ বছর বয়সী বিস্ময়কর কিশোরী হেন্ড জাজার। সিরিয়ান এই টেবিল টেনিস তারকা প্রথম রাউন্ডেই বাদ পড়েছেন। অলিম্পিকে অভিষেকেই এমন হারের পরও তিনি মনে করেন, তার এই চেষ্টা অন্য শিশুদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে তাদের স্বপ্নকে তাড়া করতে।

আজ প্রথম দিনে টেবিল টেনিসের প্রথম রাউন্ডে জাজার প্রতিপক্ষ ছিলেন অস্ট্রেলিয়ান লিউ জিয়া। অস্ট্রেলিয়ান এই টেনিস তারকার বিপক্ষে জাজার হার ৪-০ সেটে। ম্যাচ হারের পর জাজা বলেছেন, ‘অভিজ্ঞ প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা খুব কঠিন ছিল। বিশেষ করে অলিম্পিকে এটা আমার প্রথম ম্যাচ ছিল। মানসিকভাবে তাই প্রস্তুত থাকাও আমার জন্য কঠিন ছিল।’ কাজটা কঠিন হলেও জাজা অবশ্য জানিয়েছেন, তিনি তার মানসিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ছিলেন।

যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় জাজা বেড়ে উঠেছেন গৃহযুদ্ধের মতো প্রতিকূল পরিবেশে। দেশটিতে সব সময় যুদ্ধের দামামা বাজলেও ১২ বছরের এই কিশোরী চালিয়ে গেছেন টেবিল টেনিস খেলা। চার ভাইয়ের একমাত্র ছোট বোন জাজা নিজের লক্ষ্যে প্রতি অবিচল ছিলেন।

অনেক কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে শত বাধা পেরিয়ে জাজা এসেছিলেন এবারের টোকিও অলিম্পিকে। তবে পদকের লড়াইয়ে বেশি দূর আর এগোতে পারলেন না। প্রথম রাউন্ডে হারের পর জাজা তাঁর মতো যারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছেন তাঁদের প্রতি বার্তা দিয়েছেন এভাবে, ‘স্বপ্ন পূরণে নিজের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাও। প্রতিবন্ধকতাগুলো বিবেচনায় না নিয়ে কঠোর পরিশ্রম চালিয়ে যাও। তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে।’

ফাইনালে পারলেন না জুমার-ঊর্মি

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে সোনার লড়াইয়ে বাংলাদেশের জুমার-ঊর্মি

আমিরুলদের ৬০ লাখ টাকা পুরস্কার, সমস্যার কথা বলতে চান ক্রীড়া উপদেষ্টাকে

এক বছরে তিতাসের জোড়া শিরোপা

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা

ভালো করেও আমিরুলদের অনিশ্চয়তা

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ