ক্রীড়া ডেস্ক
টোকিও অলিম্পিকে আর্চারির দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশি তিরন্দাজ রোমান সানা। একক ইভেন্টের প্রথম রাউন্ডে আজ গ্রেট ব্রিটেনের টম হলকে ৭-৩ সেটে হারান তিনি।
ইয়েমোনোস হিমাপার্কে টম হলের সঙ্গে প্রথম সেট ১-১-এ ড্র করেছিলেন রোমান। দুজনই করেন ২৮ স্কোর।
দ্বিতীয় ও তৃতীয় সেটে এগিয়ে থেকে জয় প্রায় নিশ্চিতই করে ফেলেছিলেন রোমান। দুই সেটেই তাঁর পয়েন্ট ছিল ২৭। এই দুই সেটে টম হল স্কোর করেন ২৫ ও ২৬ পয়েন্ট করে।
চতুর্থ সেটে ছন্দপতন ঘটে রোমানের। এ সেটে তাঁর পয়েন্ট ছিল ২৫। টম হল ২৭ স্কোর করলে খেলা গড়ায় শেষ সেটে। সেই সেটে টম হলকে কোনো সুযোগই দেননি রোমান। ২৯ স্কোর করে জিতে নেন ম্যাচ। শেষ সেটে টমের পয়েন্ট ছিল ২৭।