রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামস টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন আগেই। সবশেষ রজার ফেদেরারও নাম সরিয়ে নেওয়ায় অনেকটাই জৌলুশ হারিয়ে ফেলে অলিম্পিক। ফেদেরার–নাদালের নাম প্রত্যাহারের পর সবার চোখ ছিল সার্বিয়ান শীর্ষ বাছাই নোভাক জোকোভিচের দিকে। তবে জল্পনার অবসান ঘটিয়ে জোকোভিচ জানিয়েছেন তিনি অলিম্পিকে থাকছেন।
টুইটারে এক খুদে ভক্তের সঙ্গে কথোপকথনে টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জোকোভিচ। সার্বিয়ান এই টেনিস তারকা টুইটারে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘আমার ছোট্ট বন্ধু কোজিরোউকে হতাশ করতে পারি না। টোকিওর বিমানের টিকিট কেটেছি এবং অত্যন্ত গর্বের সঙ্গে সার্বিয়ার অলিম্পিক দলে যোগ দেব।’
গত সপ্তাহে উইম্বলডন জয়ের পরই জোকোভিচের অলিম্পিকে থাকা না–থাকা নিয়ে ভক্তদের মনে কৌতূহল জেগেছিল। উইম্বলডনের শিরোপা জেতার পর তিনি নিজেই সংশয়ে ফেলেছিলেন ভক্তদের। বলেছিলেন, ‘আমি সব সময় অলিম্পিকে অংশ নিতে আগ্রহী। তবে সত্যি বলতে, আমি এখন দ্বিধাগ্রস্ত। আমার অলিম্পিকে খেলার সম্ভাবনা ৫০ শতাংশ।’ তবে শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে সরে অলিম্পিকে অংশ নেওয়ার বিষয়টি পরিষ্কার করেছেন ২০ গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ।