Ajker Patrika
হোম > খেলা > টেনিস

আবারও জোকোভিচকে থামিয়ে উইম্বলডনের রাজা আলকারাস

ক্রীড়া ডেস্ক

আবারও জোকোভিচকে থামিয়ে উইম্বলডনের রাজা আলকারাস

কোর্টে বিভিন্ন অঙ্গভঙ্গি করে মজা করেন বলে অনেকে নোভাক জোকোভিচকে ডাকেন ‘জোকার’ নামে। সেই জোকারকে আজ দেখা গেল অশ্রুসজল। একটু আগেই যে ১৬ বছর বয়সী কার্লোস আলকারাসের বিপক্ষে হেরে বসেছেন! সেটিও মাত্র তৃতীয় সেটে!

৬-২, ৬-২ ও ৭-৬ (৭-৪) গেমে জিতে নতুন কীর্তিও গড়লেন আলকারাস। তৃতীয় বাছাই এই স্প্যানিশ ষষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা জিতলেন ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন। ২১ বছর বয়সী তারকার এটি চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম ও দ্বিতীয় উইম্বলডন।

গত বছর সেন্টার কোর্টে ফাইনালে জোকোভিচকে মহাকাব্যিক লড়াইয়ে হারিয়েছিলেন আলকারাস। এ বছর ঘাসের কোর্টে সেই কষ্ট করতে হয়নি নাদালের একাডেমি থেকে উঠে আসা এই তারকার। কখনো ব্যাকহ্যান্ড, কখনো মাটি ছোঁয়া শটে মুগ্ধ করেছেন।

জোকোভিচ জিতলে নতুন গড়ে ফেলতেন দুই নতুন কীর্তি। ছুঁয়ে ফেলতেন সর্বোচ্চ আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে। ছাড়িয়ে যেতেন নারী ও পুরুষ এককে সর্বোচ্চ ২৫ গ্র্যান্ড স্ল্যামের মালিক মার্গারেট কোর্টকে। তবে এই বছর প্রথম গ্ল্যান্ড স্ল্যামে উঠে সেই কীর্তি গড়া হলো না তাঁর।

 

তিন মাস নিষিদ্ধ বিশ্বের এক নম্বর টেনিস তারকা

মেলবোর্নে সিনার-কাব্য

অপরাজেয় সিনারকে থামাতে কি পারবেন জভেরেভ

মেলবোর্ন পার্কের নতুন রানি কিস

সেমির মাঝপথে সরে দাঁড়ালেন জোকোভিচ, ফাইনালে জভেরেভ

সাবালেঙ্কার সামনে কিস

সেরেনাকে ছুঁয়ে ‘হিঙ্গিস’ হওয়ার পথে সাবালেঙ্কা

সেমিফাইনালে সিনার

আলকারাসকে হারিয়ে সেমিফাইনালে জোকোভিচ

অঘটন ঘটিয়ে এবার বিদায় নিলেন তিয়েন