ক্রীড়া ডেস্ক
এবারের ইউএস ওপেন শেষে সেরেনা উইলিয়ামস বিদায় জানাবেন টেনিসকে, ইঙ্গিত দিয়েছিলেন আগেই। তবে বড় বোন ভেনাস উইলিয়ামস নিজের ভবিষ্যৎ সম্পর্কে এখনো কিছু জানায়নি। সে হিসেবে ভেনাস খেলা চালিয়ে গেলেও আর দেখা যাবে না দুই বোনকে নারী দ্বৈতে। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন তাঁরা।
২০১৮ সালের পর এবারেই প্রথম দ্বৈতে খেলতে নেমেছিলেন সেরেনা-ভেনাস জুটি। কিন্তু শেষের শুরুটা একদমই ভালো হয়নি দুই বোনের। প্রথম রাউন্ডে বিদায় নিতে হয়েছে তাঁদের। উইলিয়ামস জুটি ৭-৬ (৭-৫),৬-৪ সেটে ম্যাচ হেরেছেন চেক প্রজাতন্ত্রের লুসি হারাডেকা ও লিন্ডা নসকোভা জুটির কাছে।
টেনিস কিংবদন্তিদের হারানোর পর দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন এই চেক জুটি। ম্যাচ জয়ের পর উচ্ছ্বসিত লুসি ও লিন্ডা নিজেদেরকে বিশ্বাসই করাতে পারছিলেন না তাঁরা জিতেছেন। লুসি বলেছেন, ‘উইলিয়ামসদের হারানোর জন্য আপনাদের (দর্শক) কাছে ক্ষমা চাচ্ছি। একই সঙ্গে এমন জয়ে আমরা ভীষণ খুশিও।’
সেরেনা-ভেনাস জুটি দ্বৈতে ১৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন। আর এককে তাঁদের মোট ৩০টি গ্র্যান্ড স্লাম শিরোপা আছে। এর মধ্যে টেনিস কিংবদন্তি সেরেনার ২৩টি আর বাকি ৭টি বড় বোন ভেনাসের।
দ্বৈতে হারলেও এককে জয়রথ ছুটছে সেরেনার। আজ তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার আজলা টমলজানোভিচের বিপক্ষে খেলতে নামবেন আর্থার অ্যাশ স্টেডিয়ামে। আর ভেনাস দ্বৈতের মতো বিদায় নিয়েছেন প্রথম রাউন্ডে এককে।