ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের পর দেশটির আদালতে আপিল করেছিলেন নোভাক জোকোভিচ। টেনিস কোর্টে একের পর এক জয় তুলে নেওয়া সার্বিয়ান তারকা জিতলেন আদালতের লড়াইয়েও।
আদালয়ের রায় জোকোভিচের পক্ষে আসায় অস্ট্রেলিয়ার ভিসা ফেরত পেতে যাচ্ছেন জোকোভিচ। আগামী সপ্তাহ থেকে শুরু বছরের প্রথম গ্র্যান্ড স্লামে খেলতে আর কোনো বাধা রইল না টেনিসনের এই শীর্ষ বাছাইয়ের।
অ্যান্থনি কেলি আজ জোকোভিচের পক্ষে এ রায় দেন। তাঁকে মুক্তির নির্দেশের সঙ্গে অস্ট্রেলিয়া সরকারকে তাঁর জাবতীয় খরচ বহনের আদেশ দেন। তবে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রানালয় চাইলে নিজস্ব ক্ষমতাবলে এখনো জোকোভিচের ভিসা বাতিল করে দিতে পারে।
জোকোভিচের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে যোগ দিয়েছিলেন অভিবাসন দফতরে থাকা শরণার্থীরা। পরে আদালতে আইনের আশ্রয় নেন জোকোভিচ। শেষপর্যন্ত আইনি লড়াইয়ে জিতে গেলেন সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ।