হোম > খেলা > টেনিস

আবারও উইম্বলডনে ফিরতে চান ফেদেরার

ক্রীড়া ডেস্ক

লম্বা সময় ধরে টেনিস কোর্টের বাইরে রজার ফেদেরার। হাঁটুর চোট কোর্টে ফিরতেই দিচ্ছে না তাঁকে। এরপরও অবশ্য হাল ছাড়তে চান না এই সুইস কিংবদন্তি। আবার ফিরতে চান কোর্টে। বিশেষ করে উইম্বলডনে আরেকবার খেলতে চান তিনি। 

উইম্বলডনের সঙ্গে ফেদেরারের সম্পর্কটা বরাবরই মধুর। ঘাসের কোর্টে রেকর্ড ৮ বার শিরোপা জিতেছেন ২০ গ্র্যান্ড স্লামজয়ী তারকা। এই কোর্টেই আরেকবার শিরোপা উঁচিয়ে ধরার ইচ্ছে তাঁর। 

সেন্টার কোর্টের ১০০ বছর পূর্তিতে এসে ফেদেরার বলেন, ‘বাকি সব চ্যাম্পিয়নদের সঙ্গে এখানে আসতে পারাটা দারুণ ব্যাপার। এই কোর্টে অনেক ম্যাচ খেলতে পেরে আমি ভাগ্যবান। ভিন্ন এক পরিচয়ে এখানে আসাটা একটু অন্য রকম, আবার অন্য চ্যাম্পিয়নদের সঙ্গে আসাটা আনন্দেরও। আমি আশা করি, এখানে আরেকবার ফিরতে পারব।’ 

এদিন চ্যাম্পিয়নদের আগমনে উৎসবের আমেজে জমে উঠেছিল উইম্বলডন প্রাঙ্গণ। ফেদেরার ছাড়াও এদিন উপস্থিত ছিলেন নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল, ভেনাস উইলিয়ামস, বিয়ন বোর্গ, রড লেভারসহ শিরোপাজয়ী অনেকেই। অনুষ্ঠানের একপর্যায়ে ফেদেরার ও জোকোভিচকে আলাদাভাবে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায়।

অস্ট্রেলিয়ান ওপেনে পারিবারিক রূপকথার দিন

ইনহেলার নিয়েও অদম্য জোকোভিচ

বাছাইয়েই বাদ পড়তে যাওয়া ইভা লিসের স্বপ্নযাত্রা

ফেদেরারকে আড়াল করে নতুন রেকর্ড জোকোভিচের

র‍্যাকেট ভেঙে বড় জরিমানার মুখে মেদভেদেভ

সিনার-আলকারাস লড়াইয়ের অপেক্ষা

ফেদেরারের যে রেকর্ড ভেঙে দিলেন মনফিলস

অস্ট্রেলিয়ার খাবারে ‘বিষ’ মেশানো হয়েছিল, জোকোভিচের অভিযোগ

অলিম্পিকের বছরে নাদালের বিদায়

‘উত্তরাধিকার’ রেখে বিদায় নিলেন নাদাল

সেকশন