হোম > খেলা > টেনিস

ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়াচ্ছেন ফেদেরারও!

ক্রীড়া ডেস্ক

ঢাকা: এবারের ফ্রেঞ্চ ওপেনে যেন অদ্ভুতুড়ে ঘটনা ঘটছে। সাংবাদিক বয়কটের ঘোষণা দিয়ে সরে দাঁড়িয়েছিলেন জাপানি নারী টেনিস তারকা নাওমি ওসাকা। চোটে পড়ে সরে গেছেন চেক নারী তারকা পেতরা কোভিতোভা। এবার ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন রজার ফেদেরার।

কাল ফেদেরার ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন ডোমিনিক কুফারের। সাড়ে তিন ঘণ্টার হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুফারকে (৭-৬,৬-৭, ৭-৬,৭-৫ গেমে) হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছেন এই সুইস তারকা। কিন্তু কাল ম্যাচশেষে হাঁটুর চোটের কথা জানিয়েছেন ফেদেরার। ফ্রেঞ্চ ওপেনের বাকি ম্যাচগুলো তাই না খেলার সম্ভাবনা দেখা দিয়েছে ২০ বারের গ্র্যান্ড স্লামজয়ীর। কাল ম্যাচ শেষে এক টুইটে ফেদেরার লিখেছেন, ‘হাঁটুর চোট নিয়ে খেলা চালিয়ে যাওয়া কষ্টকর। খেলব কি খেলব না সেই সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। এই সময়য়ে বিশ্রামে যাওয়াটাই উপযুক্ত সিদ্ধান্ত বলে মনে হচ্ছে।’

২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ফেদেরারকে চতুর্থ রাউন্ডে মুখোমুখি হতে হবে মাত্তেও বেরেত্তিনির। তবে এই মুহূর্তে সেটা অসম্ভব বলে মনে হচ্ছে। এর আগে গত বছর দুইবার হাঁটুর অস্ত্রোপচার করতে হয়েছিল এই সুইস তারকাকে। ২৮ জুন শুরু হচ্ছে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। যেটা হতে পারে ফেদেরারের শেষ উইম্বলডন। উইম্বলডন সামনে রেখে এবারের ফ্রেঞ্চ ওপেনে হয়তো আর নাও দেখা যেতে পারে ফেদেরারকে।

অস্ট্রেলিয়ান ওপেনে পারিবারিক রূপকথার দিন

ইনহেলার নিয়েও অদম্য জোকোভিচ

বাছাইয়েই বাদ পড়তে যাওয়া ইভা লিসের স্বপ্নযাত্রা

ফেদেরারকে আড়াল করে নতুন রেকর্ড জোকোভিচের

র‍্যাকেট ভেঙে বড় জরিমানার মুখে মেদভেদেভ

সিনার-আলকারাস লড়াইয়ের অপেক্ষা

ফেদেরারের যে রেকর্ড ভেঙে দিলেন মনফিলস

অস্ট্রেলিয়ার খাবারে ‘বিষ’ মেশানো হয়েছিল, জোকোভিচের অভিযোগ

অলিম্পিকের বছরে নাদালের বিদায়

‘উত্তরাধিকার’ রেখে বিদায় নিলেন নাদাল

সেকশন