হোম > খেলা > টেনিস

অস্ট্রেলিয়ান ওপেন থেকে চ্যাম্পিয়ন ওসাকার বিদায়

ক্রীড়া ডেস্ক

অ্যান্ডি মারে ও এমা রাদুকানুর বিদায়ের পর অস্ট্রেলিয়ান ওপেনে আজ আরেক বড় অঘটন ঘটল। মেয়েদের এককে তৃতীয় রাউন্ড থেকে এবার বিদায় নিলেন নাওমি ওসাকা। অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ওসাকা আমান্ডা অ্যানিসিমোভার কাছে হেরেছেন ৪-৬,৬-৩, ৭-৬ (১০-৫) গেমে।

দারুণ প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে চাপের মুখে দক্ষতা এবং ঠান্ডা মাথার পরিচয় দিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটন ঘটালেন আমান্ডা। প্রথম সেটে ৬-৪ ব্যবধানে জিতে এগিয়ে ছিলেন ওসাকা। কিন্তু দ্বিতীয় সেট ৬-৩ ব্যবধানে জিতে ম্যাচে ফেরেন ২০ বছর বয়সী আমান্ডা।

এরপর তৃতীয় সেটে পরপর দুই ম্যাচ পয়েন্ট বাঁচান আমেরিকান তরুণী আমান্ডা। ম্যাচ টাইব্রেকারে পৌঁছলে ১০-৫ ব্যবধানে টাইব্রেকার জিতে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন এই আমেরিকান সেনসেশন। এই বছরের শুরু থেকেই ভালো ছন্দে আছেন আমেরিকান তরুণী।

বর্তমান চ্যাম্পিয়নকে হারালেও আমান্ডার জন্য পরের রাউন্ডে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। আগামী রোববার বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা অ্যাশলে বার্টির মুখোমুখি হবেন আমান্ডা। ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে আমান্ডাকে নিশ্চয় ছাড় দিতে চাইবেন না বার্টি।    

অস্ট্রেলিয়ান ওপেনে পারিবারিক রূপকথার দিন

ইনহেলার নিয়েও অদম্য জোকোভিচ

বাছাইয়েই বাদ পড়তে যাওয়া ইভা লিসের স্বপ্নযাত্রা

ফেদেরারকে আড়াল করে নতুন রেকর্ড জোকোভিচের

র‍্যাকেট ভেঙে বড় জরিমানার মুখে মেদভেদেভ

সিনার-আলকারাস লড়াইয়ের অপেক্ষা

ফেদেরারের যে রেকর্ড ভেঙে দিলেন মনফিলস

অস্ট্রেলিয়ার খাবারে ‘বিষ’ মেশানো হয়েছিল, জোকোভিচের অভিযোগ

অলিম্পিকের বছরে নাদালের বিদায়

‘উত্তরাধিকার’ রেখে বিদায় নিলেন নাদাল

সেকশন