হোম > খেলা > টেনিস

লি নাকে মনে করিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কিনওয়েন

ক্রীড়া ডেস্ক

গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে তাঁর সর্বোচ্চ দৌড় কোয়ার্টার ফাইনাল। গতবছরই ফ্লাশিং মিডোয় উঠেছিলেন শেষ আটে। তবে পেশাদার সার্কিটে নতুনের কেতন ওড়াচ্ছেন যাঁরা, তাঁদের মধ্যে আসেন না তিনি। চীনের সেই ঝেং কিনওয়েন এবার উঠে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে।

গতকাল সেমিফাইনালে ২১ বছর বয়সী কিনওয়েন ৬-৪,৬-৪ গেমে হারিয়েছেন ইউক্রেনের দায়ানা ইয়াস্ত্রেমস্কাকে। শনিবারের ফাইনালে তিনি মুখোমুখি হবেন টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেলারুশের আরিনা সাবালেঙ্কার। সেমিফাইনালে যিনি ৭-৬ (৭ /২),৬-৪ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের কোকো গফকে।

প্রথমবারের মতো কিনওয়েন ফাইনালে ওঠলেও চীনের কোনো মেয়ে প্রতিযোগীর এটাই অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম ফাইনাল নয়। এর আগে ইয়ারা নদীর তীরে ২০২৪ সালে ফাইনাল খেলেছিলেন চীনের লি না। সে বছর শিরোপাও জিতেছিলেন তিনি। গতকাল মেলবোর্ন পার্কে ফাইনালে উঠে দর্শকদের মনে অগ্রজ লি নাকেই মনে করিয়ে দিয়েছেন দ্বাদশ বাছাই কিনওয়েন।

গতকালের জয়ে টেনিস র‍্যাঙ্কিংয়ের সেরা দশে আসাটা নিশ্চিত হয়েছে কিনওয়েনের। যে জয়ের পর দারুণ উচ্ছ্বসিত কিনওয়েন, ‘দুর্দান্ত খেলতে পেরে এবং ফাইনালে ওঠে আমি খুবই রোমাঞ্চিত।’ তাঁর লক্ষ্য এখন শিরোপা। অভিজ্ঞ সাবালেঙ্কাকে হারিয়ে কি মেলবোর্ন পার্কে লি নার মতো ট্রফি উচিয়ে ধরতে পারবেন কিনওয়েন।

ইনহেলার নিয়েও অদম্য জোকোভিচ

বাছাইয়েই বাদ পড়তে যাওয়া ইভা লিসের স্বপ্নযাত্রা

ফেদেরারকে আড়াল করে নতুন রেকর্ড জোকোভিচের

র‍্যাকেট ভেঙে বড় জরিমানার মুখে মেদভেদেভ

সিনার-আলকারাস লড়াইয়ের অপেক্ষা

ফেদেরারের যে রেকর্ড ভেঙে দিলেন মনফিলস

অস্ট্রেলিয়ার খাবারে ‘বিষ’ মেশানো হয়েছিল, জোকোভিচের অভিযোগ

অলিম্পিকের বছরে নাদালের বিদায়

‘উত্তরাধিকার’ রেখে বিদায় নিলেন নাদাল

নাদালকে শিরোপা দিয়ে বিদায় দিতে চান আলকারাস

সেকশন