হোম > খেলা > টেনিস

জোকোভিচকেই ইতিহাসের সেরা মানছেন নাদাল

ক্রীড়া ডেস্ক

রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ, রদার ফেদেরার—টেনিস ইতিহাসে এই তিনজনই ২০ বা তার বেশি গ্র্যান্ড স্লাম জিতেছেন। যার মধ্যে ফেদেরার অবসর নিয়েছেন। এখনো খেলে চলেছেন জোকোভিচ ও নাদাল। 

নাদালের সঙ্গে জোকোভিচের প্রতিযোগিতা চলছে ২০২৩ সাল থেকে। গত বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ২২ তম গ্র্যান্ড স্লাম জেতেন জোকোভিচ। সার্বিয়ান টেনিস তারকা সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের তালিকায় ভাগ বসান নাদালের রেকর্ডে। এই সংখ্যা ছাড়িয়ে যেতে পাঁচ মাসের মতো সময় লেগেছে জোকোভিচের। জুন মাসে কাসপার রুডকে হারিয়ে ২৩ তম গ্র্যান্ড স্লাম জেতেন জোকোভিচ। এরপর সেপ্টেম্বরে ইউএস ওপেন জিতে সংখ্যাটাকে ২৪ নম্বরে নিয়ে যান জোকোভিচ। অন্যদিকে চোটের সঙ্গে লড়তে থাকা নাদাল খেলতে পারেননি এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন। স্প্যানিশ টিভি ‘লাসেক্সতার’ এক অনুষ্ঠান ‘এল অবজেক্টিভ দি লা সেক্সতা’য় গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে নাদাল প্রশংসায় ভাসিয়েছেন জোকোভিচকে। নাদাল বলেন, ‘সংখ্যাই তো বলে দিচ্ছে সব। আমার মতে সে-ই ইতিহাস সেরা।’ 

টেনিস কোর্টে একের পর এক রেকর্ড তো জোকোভিচ গড়েন নিয়মিতই। পাশাপাশি মাঠের বাইরের ঘটনা নিয়েও তাঁকে নিয়ে হয় সমালোচনা। ২০২২ অস্ট্রেলিয়ান ওপেনে করোনার টিকা নিয়ে খেলতে যাওয়ার ব্যাপারে বিতর্কে জড়িয়েছিলেন্ জোকোভিচ। তাছাড়া মাঠে মাঝেমধ্যেই হতাশা প্রকাশ করতে দেখা যায় সার্বিয়ান টেনিস তারকাকে। জোকোভিচ প্রসঙ্গে নাদাল বলেন, ‘সে আসলে যেমন, তার তুলনায় ভাবমূর্তি একটু খারাপ। আমার মতে, সে ভালো মানুষ। মাঝেমধ্যে হতাশার মুহূর্ত চলে আসে। নোভাক র‍্যাকেট ভেঙে ফেলে। তবে পরবর্তী পয়েন্ট পেতে সে শতভাগ প্রস্তুত। আমি এতদিন যাদের দেখেছি, তাদের মধ্যে অন্যতম সেরা।’

অস্ট্রেলিয়ান ওপেনে পারিবারিক রূপকথার দিন

ইনহেলার নিয়েও অদম্য জোকোভিচ

বাছাইয়েই বাদ পড়তে যাওয়া ইভা লিসের স্বপ্নযাত্রা

ফেদেরারকে আড়াল করে নতুন রেকর্ড জোকোভিচের

র‍্যাকেট ভেঙে বড় জরিমানার মুখে মেদভেদেভ

সিনার-আলকারাস লড়াইয়ের অপেক্ষা

ফেদেরারের যে রেকর্ড ভেঙে দিলেন মনফিলস

অস্ট্রেলিয়ার খাবারে ‘বিষ’ মেশানো হয়েছিল, জোকোভিচের অভিযোগ

অলিম্পিকের বছরে নাদালের বিদায়

‘উত্তরাধিকার’ রেখে বিদায় নিলেন নাদাল

সেকশন