হোম > খেলা > টেনিস

নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন জোকোভিচ

ক্রীড়া ডেস্ক

ফ্রেঞ্চ ওপেনে টানা দ্বিতীয় ম্যাচে স্নায়ুর পরীক্ষা দিয়ে জিতেছিলেন নোভাক জোকোভিচ। তৃতীয় রাউন্ডে লরেঞ্জো মুসেত্তির বিপক্ষে ৪ ঘণ্টা ২৯ মিনিটের ম্যাচ জয়ের পর গত কাল চতুর্থ রাউন্ডেও দিতে হয়েছে ম্যারাথন দৌড়। ৪ ঘণ্টা ৩৯ মিনিটের ম্যারাথন লড়াইয়ে অবশ্য মহাকাব্যিক জয় পেয়েছেন সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লামের মালিক।

কিন্তু আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুনডোলার বিপক্ষে ৬-১,৫-৭, ৩-৬,৭-৫, ৬-৩ গেমে জয়ের পরেও কোনো লাভ হলো না জোকোভিচের। ফ্রেঞ্চ ওপেন থেকে যে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন তিনি। সার্বিয়ান তারকার নাম প্রত্যাহার করার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ, ‘ডান হাঁটুর পেশি ছিঁড়ে যাওয়ায় রোঁলা গারো থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন জোকোভিচ।’ 

গতকাল কোর্টে বেশ কয়েকবার পিছলে পড়ায় হাঁটুতে ব্যথা পান জোকোভিচ। এ নিয়ে কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করে ব্যঙ্গাত্মকভাবে বলেছেন, ‘ছেলেরা খুব ভালো কাজ করেছে। আমাদের থেকে আপনারা ভালো জানেন। এটা মোটেও পিচ্ছিল ছিল না, আর বিপজ্জনকও নয়। সাবাশ, সুপারভাইজার এবং সবাইকে। গ্রাউন্ডস স্টাফ, সাবাশ।’ 

সঙ্গে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কাও প্রকাশ করেছিলেন জোকোভিচ। সার্বিয়ান তারকা বলেছিলেন, ‘জানি না আগামীকাল কী ঘটবে অথবা কোর্টে নামতে পারব কিনা। তবে আশা করছি নামব। এখন দেখা যাক কী ঘটে।’ 

তবে কয়েক ঘণ্টার ব্যবধানে এমআরআই পরীক্ষা করানোর পর জানা গেল জোকোভিচের শঙ্কাটাই সত্যি। এতে ক্যাপসার রুডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তাঁর খেলা হচ্ছে না আর। টুর্নামেন্ট শেষ হওয়ায় জনিক সিনারের কাছে শীর্ষস্থানও হারিয়েছেন জোকোভিচ।

অস্ট্রেলিয়ান ওপেনে পারিবারিক রূপকথার দিন

ইনহেলার নিয়েও অদম্য জোকোভিচ

বাছাইয়েই বাদ পড়তে যাওয়া ইভা লিসের স্বপ্নযাত্রা

ফেদেরারকে আড়াল করে নতুন রেকর্ড জোকোভিচের

র‍্যাকেট ভেঙে বড় জরিমানার মুখে মেদভেদেভ

সিনার-আলকারাস লড়াইয়ের অপেক্ষা

ফেদেরারের যে রেকর্ড ভেঙে দিলেন মনফিলস

অস্ট্রেলিয়ার খাবারে ‘বিষ’ মেশানো হয়েছিল, জোকোভিচের অভিযোগ

অলিম্পিকের বছরে নাদালের বিদায়

‘উত্তরাধিকার’ রেখে বিদায় নিলেন নাদাল

সেকশন