ঢাকা: টোকিও অলিম্পিকে না থাকার ইঙ্গিত দিয়েছেন সেরেনা উইলিয়ামস। তবে এই সপ্তাহের ইতালিয়ান ওপেনে খেলবেন নারী টেনিসের এই তারকা। সেরেনার না খেলায় রং হারাতে পারে টোকিও অলিম্পিকের নারীদের টেনিস।
করোনায় এক বছর পিছিয়ে টোকিও অলিম্পিক হতে যাচ্ছে এই বছর। করোনা পিছু ছাড়েনি এখনো। মহামারির প্রাদুর্ভাব না কমায় অলিম্পিক থেকে নাম গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন সেরেনা, ‘সত্যি কথা বলতে করোনার ব্যাপারটা খুব ভাবাচ্ছে। টোকিও অলিম্পিকে খেলার ব্যাপারে এখনো সে অর্থে কিছু ভাবিনি।’
টোকিও অলিম্পিকে না খেললেও সেরেনার ভাবনায় আছে ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেনের আগে নিজেকে একবার ঝালিয়ে নিতে চেয়েছেন। ইতালিয়ান ওপেন সেই সুযোগ করে দিয়েছে। ইতালিয়ান ওপেন খেলতে এখন রোমে থাকা সেরেনা বলেছেন, ‘মাঝে অনেক দিন খেলিনি। পুরোপুরি নতুনভাবে শুরু করতে হচ্ছে। কয়েকটা ভালো ম্যাচ খেলতে চাই। এর পর তো ফ্রেঞ্চ ওপেন আছেই। গ্র্যান্ড স্লামে খেলতে আমি উন্মুখ আছি।’