Ajker Patrika
হোম > খেলা > টেনিস

উইম্বলডনে এমন অভিজ্ঞতা ফেদেরারের আগে কখনো হয়নি

উইম্বলডনে এমন অভিজ্ঞতা ফেদেরারের আগে কখনো হয়নি

উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন রজার ফেদেরার। সুইস এই টেনিস তারকাকে কোয়ার্টার ফাইনালে সরাসরি সেটে ( ৩-৬, ৬-৭, ০-৬ গেমে)  হারিয়েছেন পোল্যান্ডের হুভার্ট হুরকাৎস। 

সেন্টার কোর্টে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছেন ১৪তম বাছাই হুরকাৎস। এমনকি শেষ সেটে ফেদেরার হেরেছেন ৬-০ গেমে। উইম্বলডনে ফেদেরার এই প্রথম এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন।

২০ বারের গ্র‍্যান্ড স্লামজয়ী ফেদেরারকে শুরু থেকেই চাপে রাখেন হুরকাৎস। ২৪ বছর বয়সী পোলিশ প্রতিপক্ষ প্রথম সেট জেতেন ৬-৩ গেমে।  দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন প্রতিযোগিতায় সর্বোচ্চ ৮ বার উইম্বলডন চ্যাম্পিয়ন ফেদেরার। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে  আর পেরে ওঠেননি ৩৯ বছর বয়সী এই তারকা।

 হুরকাৎস পোলান্ডের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোনো গ্র‍্যান্ড স্লামের সেমিফাইনালে উঠলেন। ম্যাচ শেষ তিনি বলেছেন,  'এটা আমার কাছে  বিশেষ এক জয়। এখানে খেলতে পারাই আমার জন্য বড় ব্যাপার। সেন্টার কোর্টে ফেদেরারের মতো খেলোয়াড়কে হারানো আমার কাছে স্বপ্নের মতো।' 

৩৯ বছর বয়সী ফেদেরার অবশ্য সবচেয়ে বেশি বয়সে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। সেমিফাইনালে যেতে পারলে হতো আরও একটি রেকর্ড।  তবে তার আগেই থামতে হলো এই সুইস তারকাকে।

টিটি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হৃদয় ও খই খই

আইটিএফ জুনিয়র টেনিসে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে তোপের মুখে ট্রাম্প

চ্যাম্পিয়ন হয়ে আলকারাজের প্রতিশোধ, কী বলছেন তিনি

ইউএস ওপেনে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন সাবালেঙ্কা

সেমিফাইনালেই বিদায় জোকোভিচের, মুখ খুললেন অবসর নিয়ে

ইয়ানিক সিনারের টানা ‘পঞ্চম’

জোকোভিচের এমন নাচের কারণ কী

ফেদেরারকে ছাড়িয়ে এই রেকর্ড শুধুই এখন জোকোভিচের

নতুন চেহারায় আলকারাস