ঢাকা: ফ্রেঞ্চ ওপেন যেন শুধুই রাফায়েল নাদালের। এখানে তাঁকে যেন থামানোই যায় না! স্প্যানিশ তারকার ২০ গ্র্যান্ড স্লামের ১৩টিই যে এসেছে ফ্রেঞ্চ ওপেনে। কাল জ্যানিক সিনারকে সরাসরি সেটে (৭-৫, ৬-৩, ৬-০ গেমে) হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন বাছাইয়ের তিনে থাকা নাদাল। এ নিয়ে টানা ৩৫ সেটে অপরাজিত রাফা।
প্রথম তিন রাউন্ডের ফর্ম নাদাল কাল টেনে আনলেন চতুর্থ রাউন্ডেও। প্রথম দিকে নাদালকে একটু নড়বড়ে লাগছিল। তবু সিনারকে ৭-৫ গেমে হারিয়ে প্রথম সেট জিতে নেন স্প্যানিশ টেনিস তারকা।
দ্বিতীয় সেটে ৪-০ গেমে পিছিয়ে ছিলেন সিনার। সেখান থেকে নাদালের সার্ভ দুবার ব্রেক করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ইতালিয়ান টেনিস তারকা। তাতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি নাদালকে। ৬-৩ গেমে ইতালিয়ানকে হারিয়ে টানা দ্বিতীয় সেট জিতেছেন স্প্যানিশ টেনিস তারকা। আর তৃতীয় সেটে সিনারকে ৬-৩ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে পৌঁছে গেছেন ২০ বারের গ্র্যান্ড স্লামজয়ী তারকা।
আগামীকাল দিয়েগো শোয়ার্টজম্যানের বিপক্ষে কোয়ার্টারে মুখোমুখি হবেন স্প্যানিশ টেনিস তারকা।