হোম > খেলা > টেনিস

ফেদেরারের যে রেকর্ড ভেঙে দিলেন মনফিলস

ক্রীড়া ডেস্ক    

আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ১৭: ৫৬
সবচেয়ে বেশি বয়সে এটিপি শিরোপা জয়ের রেকর্ড এখন মনফিলসের। ছবি: এএফপি

রজার ফেদেরারের ২০টি গ্র্যান্ড স্লাম শিরোপা। আর কোনো শিরোপা তো নয়ই, কখনো গ্র্যান্ড স্লামের ফাইনালেই খেলা হয়নি গায়েল মনফিলসের। তবে রেকর্ড বইয়ের একটা পাতায় কিন্তু কিংবদন্তি রজার ফেদেরারকেও ছাড়িয়ে গেছেন মনফিলস।

সে রেকর্ডটি কী? সবচেয়ে বেশি বয়সে এটিপি শিরোপা জয়। ২০১৯ সালে কিংবদন্তি ফেদেরার বাসেল ওপেন জিতেছিলেন ৩৮ বছর ২ মাস বয়সে। আজকের আগে এটাই ছিল সবচেয়ে বেশি বয়সে এটিপি শিরোপা জয়ের রেকর্ড। কিন্তু আজ এই অকল্যান্ড ক্লাসিক জিতে এই রেকর্ডটি নিজের করে নিয়েছেন মনফিলস। অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট অকল্যান্ড ক্লাসিকের ফাইনালে তিনি বেলজিয়ামের জিজু বার্গসকে হারিয়েছে ৬-৩, ৬-৪ গেমে। এদিন ফরাসি প্রতিযোগীর বয়স ছিল ৩৮ বছর ২ মাস।

বয়স বাড়লেও খেলা ছাড়ার কোনো লক্ষণই নেই ১৩টি এটিপি শিরোপাজয়ী মনফিলসের। অকল্যান্ডে জিতেই তিনি পাড়ি জমিয়েছেন মেলবোর্নে। আজ থেকে শুরু হতে যাওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্লাম মেলবোর্ন ওপেনেও যে তিনি খেলছেন।

ফেদেরারকে আড়াল করে নতুন রেকর্ড জোকোভিচের

র‍্যাকেট ভেঙে বড় জরিমানার মুখে মেদভেদেভ

সিনার-আলকারাস লড়াইয়ের অপেক্ষা

সেকশন