হোম > খেলা > টেনিস

জোকোভিচকে ভুগিয়েই হারলেন টেনিসের নতুন এই চমক

ক্রীড়া ডেস্ক

ঢাকা: শুরুতে হেরে ঘুরে দাঁড়ানোর ঘটনা অতীতেও ঘটিয়েছেন নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে আরও একবার জোকোভিচ দেখালেন কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। ৭৬ নম্বর বাছাই লরেঞ্জো মুসেত্তির বিপক্ষে প্রথম দুই সেটে ৭–৬ (৯–৭) ও ৭–৬ (৭–২) গেমে হেরে পিছিয়ে পড়েন জোকোভিচ। এরপরই দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচে ফেরেন সার্বিয়ান সুপারস্টার।

তৃতীয় ও চতুর্থ সেটে শীর্ষ বাছাই জোকোভিচ জেতেন ৬–১ ও ৬–০ গেমে। পঞ্চম সেটে গিয়ে ম্যাচই আর শেষ করতে পারেননি ইতালির নতুন চমক মুসেত্তি। ম্যাচে জোকোভিচ যখন ৪–০ গেমে এগিয়ে, তখনই চোট ও ক্লান্তিতে হার মেনে নেন ইতালির ১৯ বছর বয়সী এই তারকা।

চতুর্থ রাউন্ডে উঠেই চমক দেখিয়েছিলেন মুসেত্তি। টেনিসের নতুন প্রজন্মের প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে ডেভিড গফিনকে বিদায় করা এই তরুণকে। জোকোভিচের বিপক্ষে হেরে গেলেও দারুণ নৈপুণ্যে প্রশংসিত হচ্ছেন মুসেত্তি।

শেষ আটে জোকোভিচের প্রতিপক্ষ আরেক ইতালিয়ান মাত্তেও বেরেত্তিনি। ফেদেরার সরে যাওয়ায় চতুর্থ রাউন্ডে না খেলেই কোয়ার্টার নিশ্চিত করেছেন বেরেত্তিনি।

অস্ট্রেলিয়ান ওপেনে পারিবারিক রূপকথার দিন

ইনহেলার নিয়েও অদম্য জোকোভিচ

বাছাইয়েই বাদ পড়তে যাওয়া ইভা লিসের স্বপ্নযাত্রা

ফেদেরারকে আড়াল করে নতুন রেকর্ড জোকোভিচের

র‍্যাকেট ভেঙে বড় জরিমানার মুখে মেদভেদেভ

সিনার-আলকারাস লড়াইয়ের অপেক্ষা

ফেদেরারের যে রেকর্ড ভেঙে দিলেন মনফিলস

অস্ট্রেলিয়ার খাবারে ‘বিষ’ মেশানো হয়েছিল, জোকোভিচের অভিযোগ

অলিম্পিকের বছরে নাদালের বিদায়

‘উত্তরাধিকার’ রেখে বিদায় নিলেন নাদাল

সেকশন