হোম > খেলা > টেনিস

ফেদেরারের বিদায়ে আবেগাপ্লুত নাদালও

ক্রীড়া ডেস্ক

লেভার কাপের উদ্বোধনী দিনেই টেনিসকে বিদায় জানিয়েছেন রজার ফেদেরার। বিদায়ী ম্যাচে গত রাতে ফেদেরারের দ্বৈতের সঙ্গী ছিলেন রাফায়েল নাদাল। সুইস মহাতারকার বিদায়ের দিনে আবেগ লুকিয়ে রাখতে পারেননি নাদাল। ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছেন তিনিও। 

ম্যাচ শেষে ফেদেরার সম্পর্কে আবেগঘন বার্তাও দিয়েছেন নাদাল। স্প্যানিশ টেনিস তারকা বলেছেন, ‘রজার চলে যাচ্ছে মানে আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশও চলে যাচ্ছে। কারণ মুহূর্তগুলো এখনো চোখের সামনে ভাসছে। পরিবার এবং সবাইকে দেখতে পাওয়া তাই অনেক আবেগের।’

 নাদাল এবং ফেদেরার দুজনের খেলার ধরন আলাদা। নাদাল বাঁহাতি, ফেদেরার ডানহাতি। নাদাল মনে করেন, ভিন্ন রকম খেলার ধরনই টেনিসকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে। যত সময় পেরিয়েছে, তাঁদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে মনে করেন নাদাল, ‘আমাদের খেলার ধরনই আমাদের মিল করিয়ে দিয়েছে এবং আমাদের প্রতিদ্বন্দ্বিতা সম্ভবত সবচেয়ে দারুণ এবং মজার। আমি মনে করি, প্রতি বছরই আমাদের সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে। আমরা অনেক কিছুই ভাগাভাগি করেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা একে-অপরের বিপক্ষে অনেক লম্বা সময় ধরে খেলেছি।’ 

ফেদেরারের বিদায়ে আবেগাপ্লুত হয়েছেন বিরাট কোহলি। ও২ স্টেডিয়ামে দুজনের একসঙ্গে বসা ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন কোহলি। সাবেক ভারতীয় অধিনায়ক লিখেছেন, ‘এটাই খেলার সৌন্দর্য। এই দুজনের প্রতি অনেক শ্রদ্ধা। আমার দেখা ক্রীড়াঙ্গনের সবচেয়ে সুন্দর ছবি। যখন সঙ্গী আপনার জন্য কাঁদবেন, তখন বুঝতে হবে যে আপনার ভেতর সৃষ্টিকর্তা প্রদত্ত প্রতিভা আছে।’

ফেদেরার-নাদাল দুজনর কান্নার ছবি ফেসবুকে পোস্ট করে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী বলেছেন, ‘যারা খেলাধুলা ভালোবাসেন, এই ছবি দেখে কেউ কান্না ধরে রাখতে পারবেন না। এই ছবির মূলকথা হচ্ছে যে খেলা সবার শীর্ষে।’

 ১৯৯৮ থেকে ২০২২—দীর্ঘ ২৪ বছর টেনিস কোর্ট দাঁপিয়ে বেরিয়েছেন ফেদেরার। গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০ বার। যার মধ্যে আটবার জিতেছেন উইম্বলডন, ছয়বার অস্ট্রেলিয়ান ওপন, পাঁচবার ইউএস ওপেন এবং একবার ফ্রেঞ্চ ওপেন। 

অস্ট্রেলিয়ান ওপেনে পারিবারিক রূপকথার দিন

ইনহেলার নিয়েও অদম্য জোকোভিচ

বাছাইয়েই বাদ পড়তে যাওয়া ইভা লিসের স্বপ্নযাত্রা

ফেদেরারকে আড়াল করে নতুন রেকর্ড জোকোভিচের

র‍্যাকেট ভেঙে বড় জরিমানার মুখে মেদভেদেভ

সিনার-আলকারাস লড়াইয়ের অপেক্ষা

ফেদেরারের যে রেকর্ড ভেঙে দিলেন মনফিলস

অস্ট্রেলিয়ার খাবারে ‘বিষ’ মেশানো হয়েছিল, জোকোভিচের অভিযোগ

অলিম্পিকের বছরে নাদালের বিদায়

‘উত্তরাধিকার’ রেখে বিদায় নিলেন নাদাল

সেকশন