ক্রীড়া ডেস্ক
এই উইম্বলডনের আগে ঘাসের কোর্টে কোনো জয়ই ছিল না জেসমিন পাওলিনির! সেই পাওলিনিই আজ ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লাম উইম্বলডন জয়ের লড়াইয়ে নামলেন। ইতালিয়ান তারকার প্রতিপক্ষ ছিলেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজিকোভা।
দুই প্রতিযোগীর সাধারণ মিল—উইম্বলডনে এটাই তাঁদের প্রথম ফাইনাল। এর আগে অবশ্য ক্রেজিকোভা ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন, সে বছরই উইম্বলডনে ছিল তাঁর সেরা পারফরম্যান্স; উঠে এসেছিলেন চতুর্থ রাউন্ডে। তবে তাঁর পাওয়ার যোগ্যতা যে আরও বেশি, সেটি ক্রেজিকোভা প্রমাণ করেছেন এই উইম্বলডনে। প্রথমবারের মতো ফাইনালে উঠে এসে।
সেই ফাইনালও জিতলেন ক্রেজিকোভা। দর্শক হয়ে আসা প্রিন্সেস অব ওয়েলসের সামনে পরলেন উইম্বলডনের নতুন রানির ‘মুকুট’। সেন্টার কোর্টে আজ পাওলিনিকে হারালেন ৬-২,২-৬ ও ৬-৪ গেমে। ক্যারিয়ারে এটি তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। আর গ্র্যান্ড স্ল্যামে পাওলিনির টানা দ্বিতীয় ফাইনালে হার। উইম্বলডনের আগে এ বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও হারেন ২৮ বছর বয়সী তারকা। প্রথম সেটে ৬-২ ব্যবধানে হারের পর দ্বিতীয় সেটে সমান ব্যবধানে জিতেছিলেন তিনি। কিন্তু তৃতীয় সেটে হেরে বসেন লড়াই করেও।