Ajker Patrika
হোম > খেলা > টেনিস

সেমিফাইনালে জোকোভিচ-সাবালেঙ্কা

ক্রীড়া ডেস্ক

সেমিফাইনালে জোকোভিচ-সাবালেঙ্কা

অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জোকোভিচের দাপট চলছেই। আন্দ্রে রুবলেভকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন তিনি। অন্যদিকে নারীদের এককে ডোনা ভেকিচকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন আরিয়ানা সাবালেঙ্কাও।

রড লেভার অ্যারেনায় রুবলেভকে দাঁড়াতেই দেননি জোকোভিচ। ঠিক যেন শেষ ষোলোর পারফরম্যান্সটাই কোয়ার্টার ফাইনালের ম্যাচে দেখালেন সার্বিয়ান তারকা। সেদিন অ্যালেক্স ডি মিনাউরকে সরাসরি হারিয়েছিলেন পুরুষ এককের চতুর্থ বাছাই। আজ রাশিয়ান তারকাকেও সরাসরি সেটে হারালেন তিনি।

মেলবোর্ন পার্কে প্রথম দুই সেটে রুবলেভকে উড়িয়ে দিয়েছেন জোকোভিচ। প্রথম সেটে ৬-১ হারানোর পর দ্বিতীয় সেটে ৬-২ জয় পেয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাজয়ী তারকা। তৃতীয় সেটে বলার মতো একটু প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিলেন পঞ্চম বাছাই। তবে সাবেক শীর্ষ বাছাইয়ের সেমিফাইনাল নিশ্চিত করা ঠেকাতে পারেননি তিনি। তৃতীয় সেটে প্রতিপক্ষকে ৬-৪ হারিয়ে টুর্নামেন্টে টানা ২৬ ম্যাচ জিতে আমেরিকান আন্দ্রে আগাসির রেকর্ডে ভাগ বসালেন সার্বিয়ান তারকা।

ম্যাচ শেষে জোকোভিচ বলেছেন, ‘এ ম্যাচকে দুই নম্বরে রাখব। দুই রাত আগের পারফরম্যান্সের কাছাকাছি ছিল। তবে সত্যি বলতে আমার খেলা নিয়ে খুশি হতে পারছি না। কোর্টের বাইরে আমি দুর্দান্ত খেলছি। এই কোর্টে খেলতে পছন্দ করি। নিঃসন্দেহে এই কোর্ট আমার কাছে বিশেষ কিছু, এটা আগেও বহুবার বলেছি।’

রেকর্ড দশমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিততে আর দুই ধাপ বাকি জোকোভিচের। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ আমেরিকান টমি পল।

অন্যদিকে নারী এককে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে সাবালেঙ্কা। ভেকিচকে ৬-৩,৬-২ গেমে হারিয়েছেন বেলারুশিয়ান টেনিস তারকা। সব মিলিয়ে চতুর্থবারের মতো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠলেন তিনি। মাগডা লিনেটের মুখোমুখি হবেন বছরের প্রথম গ্র্যান্ড স্লামের সেমিতে।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত সাবালেঙ্কা বলেছেন, ‘সেমিফাইনালে উঠতে পেরে সত্যিই ভালো লাগছে। ম্যাচটি জিততে পেরে সত্যিই ভীষণ খুশি।’

তিন মাস নিষিদ্ধ বিশ্বের এক নম্বর টেনিস তারকা

মেলবোর্নে সিনার-কাব্য

অপরাজেয় সিনারকে থামাতে কি পারবেন জভেরেভ

মেলবোর্ন পার্কের নতুন রানি কিস

সেমির মাঝপথে সরে দাঁড়ালেন জোকোভিচ, ফাইনালে জভেরেভ

সাবালেঙ্কার সামনে কিস

সেরেনাকে ছুঁয়ে ‘হিঙ্গিস’ হওয়ার পথে সাবালেঙ্কা

সেমিফাইনালে সিনার

আলকারাসকে হারিয়ে সেমিফাইনালে জোকোভিচ

অঘটন ঘটিয়ে এবার বিদায় নিলেন তিয়েন