ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি হলেন অ্যাশলে বার্টি। ফাইনালে আজ ড্যানিয়েলে কলিন্সকে সরাসরি সেটে উড়িয়ে ৪৪ বছর পর কোনো অস্ট্রেলিয়ান হিসেবে গ্র্যান্ড স্লাম জিতলেন বার্টি। রড লেভার এরিনায় কলিন্সের বিপক্ষে বাছাইয়ের এক নম্বরে থাকা বার্টির জয় ৬-৩,৭-৬ (৭-২) গেমে।
আমান্ডা আনিসিমোভা, জেসিকা পেগুলা, ম্যাডিসন কিসের পর ফাইনালেও বার্টির প্রতিপক্ষ ছিলেন এক মার্কিনি। প্রথম সেটে কলিন্স ৬-৩ সেটে হারলেও পরের সেটে ঘুরে দাঁড়ানোর আভাস দেন। দ্বিতীয় সেটে শুরুতেই বার্টির সার্ভ ব্রেক করেন। এরপর একের পর এক পয়েন্ট জেতে দ্বিতীয় সেটে ৫-১ এগিয়ে যান মার্কিন তারকা। তখন মনে হচ্ছিল ফাইনালটা জমজমাট হতে চলেছে।