হোম > খেলা > টেনিস

বার্টির ইতিহাসে ৪৪ বছরের অপেক্ষা ফুরোল অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি হলেন অ্যাশলে বার্টি। ফাইনালে আজ ড্যানিয়েলে কলিন্সকে সরাসরি সেটে উড়িয়ে ৪৪ বছর পর কোনো অস্ট্রেলিয়ান হিসেবে গ্র্যান্ড স্লাম জিতলেন বার্টি। রড লেভার এরিনায় কলিন্সের বিপক্ষে বাছাইয়ের এক নম্বরে থাকা বার্টির জয় ৬-৩,৭-৬ (৭-২) গেমে। 

আমান্ডা আনিসিমোভা, জেসিকা পেগুলা, ম্যাডিসন কিসের পর ফাইনালেও বার্টির প্রতিপক্ষ ছিলেন এক মার্কিনি। প্রথম সেটে কলিন্স ৬-৩ সেটে হারলেও পরের সেটে ঘুরে দাঁড়ানোর আভাস দেন। দ্বিতীয় সেটে শুরুতেই বার্টির সার্ভ ব্রেক করেন। এরপর একের পর এক পয়েন্ট জেতে দ্বিতীয় সেটে ৫-১ এগিয়ে যান মার্কিন তারকা। তখন মনে হচ্ছিল ফাইনালটা জমজমাট হতে চলেছে। 

তবে পুরো টুর্নামেন্টে কোনো সেট না হারা বার্টি এরপর আর ছেড়ে কথা বলেননি। নিজেকে প্রমাণের মঞ্চে জাত চিনিয়ে দিয়ে ৫-৫ সমতায় ফেরেন ২৫ বছর বয়সী তারকা। দ্বিতীয় সেট টাইব্রেকারে পৌঁছলে কলিন্সকে আর ম্যাচে ফেরার দেননি তিনি। দাপুটে পারফরম্যান্সে ৭-২ স্কোরে ব্রেক জিতে বিজয়োল্লাসে ভাসেন। তাতে ১৯৭৮ সালে ক্রিস ও’নেইলের পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে নিজের দেশে গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের নজির গড়েন বার্টি। 

অস্ট্রেলিয়ান ওপেনে পারিবারিক রূপকথার দিন

ইনহেলার নিয়েও অদম্য জোকোভিচ

বাছাইয়েই বাদ পড়তে যাওয়া ইভা লিসের স্বপ্নযাত্রা

ফেদেরারকে আড়াল করে নতুন রেকর্ড জোকোভিচের

র‍্যাকেট ভেঙে বড় জরিমানার মুখে মেদভেদেভ

সিনার-আলকারাস লড়াইয়ের অপেক্ষা

ফেদেরারের যে রেকর্ড ভেঙে দিলেন মনফিলস

অস্ট্রেলিয়ার খাবারে ‘বিষ’ মেশানো হয়েছিল, জোকোভিচের অভিযোগ

অলিম্পিকের বছরে নাদালের বিদায়

‘উত্তরাধিকার’ রেখে বিদায় নিলেন নাদাল

সেকশন