Ajker Patrika
হোম > খেলা > টেনিস

চমকে দেওয়া আলকারাসকে ভবিষ্যৎ ‘সুপারস্টার’ মনে করছেন শচীন 

ক্রীড়া ডেস্ক

চমকে দেওয়া আলকারাসকে ভবিষ্যৎ ‘সুপারস্টার’ মনে করছেন শচীন 

২০২৩ উইম্বলডন ছেলেদের ফাইনালের উপলক্ষ্য দুই ফাইনালিস্টের কাছে ছিল দুই রকম। নোভাক জোকোভিচের কাছে গতকাল ছিল গ্র্যান্ড স্লামের সংখ্যাটা বাড়িয়ে নেওয়া। আর কার্লোস আলকারাসের কাছে ছিল তা ইতিহাস গড়ার মঞ্চ। সবাইকে চমকে দিয়ে ইতিহাস গড়েছেন আলকারাস। স্প্যানিশ এই টেনিস তারকার খেলা দেখে মুগ্ধ হয়েছেন শচীন টেন্ডুলকার।

প্রথম সেটে ৬-১ গেমে জয় দিয়েই গতকাল ফাইনাল শুরু করেন জোকোভিচ। দ্বিতীয় সেট থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু আলকারাস। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর কাজটা যেখানে সচরাচর জোকো করেন, গতকাল সেই কাজটাই করলেন আলকারাস। টাইব্রেকারে গড়ানো দ্বিতীয় সেট ৮-৬ গেমে জেতেন আলকারাস। এরপর তৃতীয় সেট স্প্যানিশ এই টেনিস তারকা জেতেন ৬-১ গেমে। আর চতুর্থ সেট জোকো জিতলে পঞ্চম সেট হয়ে যায় ম্যাচ নির্ধারণী। ৬-৪ গেমে শেষ সেট জিতে শেষ হাসি হেসেছেন আলকারাস। রুদ্ধশ্বাস এক ফাইনালে উইম্বলডন পায় নতুন রাজা।

উইম্বলডনের হাড্ডাহাড্ডি এই ফাইনাল দেখে শচীন মুগ্ধ। আলকারাসের প্রশংসা করে ভারতীয় এই ব্যাটার বলেন, ‘অসাধারণ এক ফাইনাল দেখলাম। দুই খেলোয়াড়ই দুর্দান্ত টেনিস খেলেছে। আমরা টেনিসের ভবিষ্যৎ এক সুপারস্টারের জাগরণ দেখতে পাচ্ছি। আগামী ১০-১২ বছর কার্লোসের খেলা দেখব যেভাবে আমি রজার ফেদেরারের খেলা দেখতাম। অসংখ্য অভিনন্দন কার্লোস আলকারাস।’

ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন আলকারাস। স্প্যানিশ এই টেনিস তারকা এর আগে ২০২২ ইউএস ওপেন জিতেছেন। আর জোকো জিতেছেন ২৩টি গ্র্যান্ড স্লাম।

তিন মাস নিষিদ্ধ বিশ্বের এক নম্বর টেনিস তারকা

মেলবোর্নে সিনার-কাব্য

অপরাজেয় সিনারকে থামাতে কি পারবেন জভেরেভ

মেলবোর্ন পার্কের নতুন রানি কিস

সেমির মাঝপথে সরে দাঁড়ালেন জোকোভিচ, ফাইনালে জভেরেভ

সাবালেঙ্কার সামনে কিস

সেরেনাকে ছুঁয়ে ‘হিঙ্গিস’ হওয়ার পথে সাবালেঙ্কা

সেমিফাইনালে সিনার

আলকারাসকে হারিয়ে সেমিফাইনালে জোকোভিচ

অঘটন ঘটিয়ে এবার বিদায় নিলেন তিয়েন