হোম > খেলা > টেনিস

ফ্রেঞ্চ ওপেনের শিরোপা সিয়াতেকেরই 

ক্রীড়া ডেস্ক

একজন তিনবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন, আরেকজনের ছিল এটিই প্রথম ফাইনাল। গতকাল ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের ফাইনালে এই ব্যবধানটা অভিজ্ঞ ইগা সিয়াতেক এবং ‘অনভিজ্ঞ’ ক্যারোলিনা মুচোভার পারফরম্যান্সে দেখা গেল না। সমানতালে লড়ে গেলেন দুজনই। শেষ পর্যন্ত অবশ্য জিতলেন পোল্যান্ডের সিয়াতেকই। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে আসা মুচোভাকে হারালেন ৬-২,৫-৭, ৬-৪ গেমে। 

এর আগে কখনো ফাইনালে একটি সেটও হারেননি সিয়াতেক। কালও প্রথম সেট স্বাচ্ছন্দ্যে জিতে নিয়েছিলেন। কিন্তু পরের সেটে বাগড়া দেন মুচোভা। সিয়াতেক সাধ্যমতো লড়াই করলেও দ্বিতীয় সেটে হেরে যান। তখনই কেউ কেউ হয়তো ফাইনালে ‘প্রথম’ সেটের হারটাকে ফাইনাল হারের সঙ্গে মেলাতে শুরু করেছিলেন। তা ছাড়া দ্বিতীয় সেটে মুচোভা খেলেছেনও দুর্দান্ত। কিন্তু শেষ সেটে সিয়াতেকের অভিজ্ঞতার কাছে আর পেরে ওঠেননি। 

জয় নিশ্চিত হওয়ার পর হাতের র‍্যাকেটটি ফেলে হাঁটু ভেঙে কোর্টেই বসে পড়েন সিয়াতেক। চোখ দিয়ে বেরিয়ে আসতে থাকে আনন্দাশ্রু। নিজেকে সামলে নিয়ে ছুটে যান বক্সে, তাঁর কোচিং দলের কাছে। তখন চোখেমুখে রাজ্যের হতাশা ৪৩ তম বাছাই চেক প্রজাতন্ত্রের মেয়ে মুচোভার। এত কাছাকাছি এসেও প্যারিসের নতুন রানী হওয়ার স্বপ্ন পূরণ হলো তাঁর! 

ফ্রেঞ্চ ওপেনে এটি তৃতীয় শিরোপা সিয়াতেকের। এর আগে ২০২০ ও ২০২২ সালে ট্রফি জিতেছিলেন রোলাঁ গারোতে। চারটি গ্র্যান্ড স্ল্যামের মালিক ২২ বছর বয়সী তারকা একটি কীর্তি গড়েছেন মুচোভাকে হারিয়ে। ২০০৭ সালে জাস্টিন হেনিনের পর মেয়েদের এককে ফ্রেঞ্চ ওপেন ধরে রাখলেন তিনি।

অস্ট্রেলিয়ান ওপেনে পারিবারিক রূপকথার দিন

ইনহেলার নিয়েও অদম্য জোকোভিচ

বাছাইয়েই বাদ পড়তে যাওয়া ইভা লিসের স্বপ্নযাত্রা

ফেদেরারকে আড়াল করে নতুন রেকর্ড জোকোভিচের

র‍্যাকেট ভেঙে বড় জরিমানার মুখে মেদভেদেভ

সিনার-আলকারাস লড়াইয়ের অপেক্ষা

ফেদেরারের যে রেকর্ড ভেঙে দিলেন মনফিলস

অস্ট্রেলিয়ার খাবারে ‘বিষ’ মেশানো হয়েছিল, জোকোভিচের অভিযোগ

অলিম্পিকের বছরে নাদালের বিদায়

‘উত্তরাধিকার’ রেখে বিদায় নিলেন নাদাল

সেকশন