Ajker Patrika
হোম > খেলা > টেনিস

আত্মহত্যা করতে ২৬ তলা থেকে লাফ দিতে প্রস্তুত ছিলেন যে টেনিস তারকা 

ক্রীড়া ডেস্ক

আত্মহত্যা করতে ২৬ তলা থেকে লাফ দিতে প্রস্তুত ছিলেন যে টেনিস তারকা 

কতটা হতাশা কাজ করলে একজন মানুষ নিজেই নিজেকে শেষ করতে চান সেটা ভালো বুঝেন সেই ভুক্তভোগী মানুষটি। এই মুহূর্তে যেমন বুঝতেছেন সাবেক টেনিস খেলোয়াড় জেলেনা ডকিক। ডকিক জানিয়েছেন, তিনি প্রায় প্রস্তুত ছিলেন ২৬ তলা থেকে লাফ দেওয়ার জন্য। 

হতাশা থেকে মুক্তি পেতে গত এপ্রিলে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন ডকিক। অস্ট্রেলিয়ান এই টেনিস খেলোয়াড় বলেছেন, ‘২৮ এপ্রিল যেন আমার মাথায় খারাপ চিন্তা কাজ করতেছিল। আমার কাছে সবকিছু ঝাপসা ও অন্ধকার লাগছিল। নিজেকে দোষারোপ করছিলাম। আর নিজেকে ঘৃণা করে বলছিলাম আমি ভালোবাসা পাওয়ার যোগ্য নই। তাই চেয়েছিলাম আমার বেদনা ও হতাশা মুক্তি পাক। ২৬ তলার বারান্দা থেকে লাফ দেওয়ার ঠিক আগ মুহূর্তে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসি। জানি না এটা কীভাবে করেছি। সেই দিনটির কথা কখনো ভুলতে পারবো না।’ 

নিজের হতাশা নিয়ে ডকিক বলেন, ‘এসব লেখা আমার পক্ষে সহজ ছিল না। কারন আমি জানি যে আমি একা সংগ্রাম করছি না। আমার মতো আরও অনেকে আছেন।’ ডকিক নিজের বর্তমান অবস্থা সম্পর্কে বলেন, ‘আমি এখন ভালো আছি এটা বলতে চাচ্ছি না। সুস্থ হওয়ার চেষ্টা করছি। আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। আপনাদের সকলকে ভালোবাসি।’ সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন সাইক্লিস্ট আনা মেয়ারেস ডকিকের লেখা পড়ে তাকে সাহস জুগিয়ে বলেছেন, ‘আপনি যথেষ্ট যোগ্য। আপনার হতাশা দূর হবে এবং শান্তিও পাবেন।’

নারী টেনিস র‍্যাঙ্কিংয়ের সাবেক তারকা ডকিক তাঁর বাবার কাছ থেকেও মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এ সম্পর্কে তিনি তাঁর বই ‘আনব্রেকাবল’ এ বিস্তারিত লিখেছেন। বর্তমানে সাবেক এই টেনিস খেলোয়াড় অস্ট্রেলিয়ান টিভি চ্যানেলে ধারাভাষ্যকারের ভূমিকায় আছেন।

শুধু ডকিকই নন সাম্প্রতিক সময়ে নওমি ওসাকা ও আলেক্সজেন্ডার জভেরেভও এমন মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন। ওসাকা তো হতাশায় ভুগে আগের বছর ফ্রেঞ্চ ওপেন থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন।

তিন মাস নিষিদ্ধ বিশ্বের এক নম্বর টেনিস তারকা

মেলবোর্নে সিনার-কাব্য

অপরাজেয় সিনারকে থামাতে কি পারবেন জভেরেভ

মেলবোর্ন পার্কের নতুন রানি কিস

সেমির মাঝপথে সরে দাঁড়ালেন জোকোভিচ, ফাইনালে জভেরেভ

সাবালেঙ্কার সামনে কিস

সেরেনাকে ছুঁয়ে ‘হিঙ্গিস’ হওয়ার পথে সাবালেঙ্কা

সেমিফাইনালে সিনার

আলকারাসকে হারিয়ে সেমিফাইনালে জোকোভিচ

অঘটন ঘটিয়ে এবার বিদায় নিলেন তিয়েন