১৯৯৪ সালের ৫ জুলাই করপোরেশন হিসেবে নিবন্ধিত হয় জেফ বেজোসের আমাজন। অনেক চড়াই-উতরাই পেরোনোর পর এটি তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দিয়েছে। চালু হওয়ার ঠিক ২৭ বছর পর গতকাল সোমবার এই প্রতিষ্ঠানের সিইওর পদ ছাড়লেন বেজোস। দায়িত্ব দেওয়া হয়েছে ২৪ বছর আমাজনে কাজ করা অ্যান্ডি জেসিকে।
পদ ছাড়লেও কোম্পানির গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকছে বেজোসের হাতেই। তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান হিসেবে থাকবেন। আমাজনের সিংহভাগ শেয়ারের মালিকানাও তাঁর। কোম্পানির কিছু কর্মীর ধারণা, প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বেলায় নিয়ন্ত্রণ ছাড়বেন না তিনি। তবে এখন মনোযোগ কমিয়ে নিজের পরের জীবনটা উপভোগের সময় এসেছে। শিগ্গির মহাশূন্যে যাত্রা করার কথা রয়েছে বেজোসের।