অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, রেডিট এবং অনলাইন ছবি শেয়ারিং সাইট ইমগুরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের তথ্য কমিশনার অফিস (আইসিও)। শিশুদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও সুরক্ষায় প্ল্যাটফর্মগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে কি না তা যাচাইয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কোন কনটেন্টকে অগ্রাধিকার দেবে তা নির্ধারণ করতে এবং ব্যবহারকারীদের মনোযোগ ধরে রাখতে জটিল অ্যালগরিদম ব্যবহার করে। তবে, একই ধরনের কনটেন্ট বেশি পরিমাণে দেখানোর ফলে শিশুদের ওপর ক্ষতিকর ও অপ্রাসঙ্গিক কনটেন্টের প্রভাব পড়ার ঝুঁকি থাকে।
তথ্য কমিশনার অফিস জানায়, তারা টিকটকের ১৩-১৭ বছর বয়সী ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে কনটেন্ট সাজানোর প্রক্রিয়া পর্যালোচনা করবে। পাশাপাশি, রেডিট এবং ইমগুর কীভাবে শিশু ব্যবহারকারীদের বয়স নির্ধারণ করে, তা নিয়েও তদন্ত করা হবে।
এক বিবৃতিতে সংস্থাটি বলে, ‘যদি আমরা প্রমাণ পাই কোম্পানিগুলো আইন ভঙ্গ করেছে, তাহলে আমরা তাদের কাছ থেকে ব্যাখ্যা চাইব এবং তারপর একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাব।’
তথ্য কমিশনার জন অ্যাডওয়ার্ডস বলেন, নিয়ন্ত্রক সংস্থা আশা করছে যে, তাদের তদন্তে প্ল্যাটফর্মগুলোয় যথেষ্ট সুরক্ষাব্যবস্থা পাওয়া যাবে। তবে এসব প্রক্রিয়া শক্তিশালী ও কার্যকর তা তারা নিশ্চিত হতে চায়।
অ্যাডওয়ার্ডস আরও বলেছেন, ‘আমরা টিকটককে লক্ষ্য করে তদন্ত শুরু করছি না’, বরং এটি একটি সাধারণ সমস্যা যা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিদ্যমান। তিনি আশা প্রকাশ করেছেন যে এই তদন্তের মাধ্যমে তারা সামাজিক যোগাযোগমাধ্যমের সামগ্রিক চিত্র সম্পর্কে আরও জানতে পারবেন।
এদিকে, টিকটক, রেডিট এবং ইমগুর বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার ইতিমধ্যে নতুন আইন পাস করেছে যুক্তরাজ্য। এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর ওপর জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, এসব প্ল্যাটফর্মকে শিশুদের জন্য ক্ষতিকর এবং বয়স উপযোগী নয়—এমন কনটেন্ট দেখানো বন্ধ করতে হবে।
এ ছাড়া, গত বছর আরেকটি আইনও প্রস্তাব করেছে যুক্তরাজ্য। এই আইন পাস হলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদমকে ‘নিয়ন্ত্রণ’ করতে হবে, যাতে তারা ক্ষতিকর উপাদানগুলো ফিল্টার করে বা কমিয়ে দেয় এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করে।
তথ্যসূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, রেডিট এবং অনলাইন ছবি শেয়ারিং সাইট ইমগুরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের তথ্য কমিশনার অফিস (আইসিও)। শিশুদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও সুরক্ষায় প্ল্যাটফর্মগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে কি না তা যাচাইয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কোন কনটেন্টকে অগ্রাধিকার দেবে তা নির্ধারণ করতে এবং ব্যবহারকারীদের মনোযোগ ধরে রাখতে জটিল অ্যালগরিদম ব্যবহার করে। তবে, একই ধরনের কনটেন্ট বেশি পরিমাণে দেখানোর ফলে শিশুদের ওপর ক্ষতিকর ও অপ্রাসঙ্গিক কনটেন্টের প্রভাব পড়ার ঝুঁকি থাকে।
তথ্য কমিশনার অফিস জানায়, তারা টিকটকের ১৩-১৭ বছর বয়সী ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে কনটেন্ট সাজানোর প্রক্রিয়া পর্যালোচনা করবে। পাশাপাশি, রেডিট এবং ইমগুর কীভাবে শিশু ব্যবহারকারীদের বয়স নির্ধারণ করে, তা নিয়েও তদন্ত করা হবে।
এক বিবৃতিতে সংস্থাটি বলে, ‘যদি আমরা প্রমাণ পাই কোম্পানিগুলো আইন ভঙ্গ করেছে, তাহলে আমরা তাদের কাছ থেকে ব্যাখ্যা চাইব এবং তারপর একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাব।’
তথ্য কমিশনার জন অ্যাডওয়ার্ডস বলেন, নিয়ন্ত্রক সংস্থা আশা করছে যে, তাদের তদন্তে প্ল্যাটফর্মগুলোয় যথেষ্ট সুরক্ষাব্যবস্থা পাওয়া যাবে। তবে এসব প্রক্রিয়া শক্তিশালী ও কার্যকর তা তারা নিশ্চিত হতে চায়।
অ্যাডওয়ার্ডস আরও বলেছেন, ‘আমরা টিকটককে লক্ষ্য করে তদন্ত শুরু করছি না’, বরং এটি একটি সাধারণ সমস্যা যা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিদ্যমান। তিনি আশা প্রকাশ করেছেন যে এই তদন্তের মাধ্যমে তারা সামাজিক যোগাযোগমাধ্যমের সামগ্রিক চিত্র সম্পর্কে আরও জানতে পারবেন।
এদিকে, টিকটক, রেডিট এবং ইমগুর বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার ইতিমধ্যে নতুন আইন পাস করেছে যুক্তরাজ্য। এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর ওপর জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, এসব প্ল্যাটফর্মকে শিশুদের জন্য ক্ষতিকর এবং বয়স উপযোগী নয়—এমন কনটেন্ট দেখানো বন্ধ করতে হবে।
এ ছাড়া, গত বছর আরেকটি আইনও প্রস্তাব করেছে যুক্তরাজ্য। এই আইন পাস হলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদমকে ‘নিয়ন্ত্রণ’ করতে হবে, যাতে তারা ক্ষতিকর উপাদানগুলো ফিল্টার করে বা কমিয়ে দেয় এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করে।
তথ্যসূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান
চলতি বছরের শুরুতে বেশ কিছু আইপ্যাড ও ম্যাকের আপডেট নিয়ে এলেও ২০২৫ সালে আরও কিছু ডিভাইস নিয়ে আসতে পারে অ্যাপল। এর বেশির ভাগই সেপ্টেম্বর বা অক্টোবরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেও বেশ কিছু চমক দিতে পারে এই টেক জায়ান্ট।
১০ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হলো একাধিক নতুন ও আকর্ষণীয় ফিচার। সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। চ্যাট, কল ও চ্যানেলের জন্য এসব নতুন ফিচার যুক্ত করেছে মেটা।
১১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে যত কথাই হোক না কেন, তা এখন সব মনে রাখতে পারবে। ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ঘোষণা দিয়েছেন, চ্যাটজিপিটি এখন থেকে ব্যবহারকারীর সঙ্গে হওয়া প্রতিটি কথোপকথন মনে রাখতে পারবে। এতে করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই সহকারী...
১২ ঘণ্টা আগেবহুল প্রতীক্ষিত ওয়ানইউআই ৭ আপডেট রোলআউট করা শুরু করেছে স্যামসাং। গত ৭ এপ্রিল প্রথমে দক্ষিণ কোরিয়ায় চালু হয়েছিল আপডেটটি এবং এখন এটি ইউরোপ, উত্তর আমেরিকা হয়ে ধীরে ধীরে বাংলাদেশী ব্যবহারকারীদের কাছেও পৌঁছাবে। এআই-ভিত্তিক আধুনিক ফিচার, নতুনভাবে ডিজাইন করা ইন্টারফেস এবং উন্নত প্যারফরমেন্স এই আপডেট...
১৫ ঘণ্টা আগে