হোম > প্রযুক্তি

সব ডিভাইসে একই ধরনের চার্জার বাধ্যতামূলক করল ইইউ

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নিয়ম কার্যকর হয়েছে গতকাল শনিবার থেকে, যার আওতায় সব নতুন স্মার্টফোন, ট্যাবলেট এবং ক্যামেরায় একই ধরনের চার্জার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এই পরিবর্তন খরচ এবং ইলেকট্রনিক বর্জ্য কমাতে সহায়ক হবে বলে জানিয়েছে ব্রাসেলস।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ২৭টি সদস্য রাষ্ট্রের এই জোটে বিক্রি হওয়া সব ডিভাইসে ইউএসবি–সি পোর্ট থাকা বাধ্যতামূলক। ইইউ এটিকে ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার জন্য সাধারণ মান হিসেবে নির্ধারণ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে ইইউ পার্লামেন্ট জানিয়েছে, আজ (শনিবার) থেকে ইইউতে বিক্রি হওয়া সব নতুন মোবাইল ফোন, ট্যাবলেট, ডিজিটাল ক্যামেরা, হেডফোন, স্পিকার, কিবোর্ড এবং অন্যান্য অনেক ইলেকট্রনিক ডিভাইস ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট দিয়ে সজ্জিত হতে হবে।

ইউরোপীয় ইউনিয়ন বলেছে, এই একক চার্জারের নিয়ম ইউরোপীয়দের জীবনকে সহজ করবে এবং ভোক্তাদের খরচ কমাবে।

এ ছাড়া, নতুন ডিভাইসের সঙ্গে নতুন চার্জার না কিনে ভোক্তারা পুরোনো চার্জার ব্যবহার করতে পারবেন। ফলে অব্যবহৃত চার্জারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে আশা করছে ইইউ।

বিটকয়েনে টিউশন ফি নেবে স্কটল্যান্ডের ব্যয়বহুল বোর্ডিং স্কুল

ফেসবুক গ্রুপের পোস্ট ম্যানেজ করবেন যেভাবে

এ বছরই নতুন ১০ ডিভাইস আনতে পারে অ্যাপল

চ্যাট, কল ও চ্যানেলের জন্য নতুন ফিচার যুক্ত হলো হোয়াটসঅ্যাপে

এখন আপনার সব আলাপ মনে রাখবে চ্যাটজিপিটি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যেসব মডেল পাবে স্যামসাংয়ের ওয়ানইউআই ৭ আপডেট

যে কারণে ওপেনএআইয়ের সাবেক বিজ্ঞানীর স্টার্টআপে বিনিয়োগ করছে গুগল ও এনভিডিয়া

চীনের সেনাসংশ্লিষ্ট শতাধিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে ইন্টেল

ফেসবুক পোস্টের অনুমোদন দেওয়ার ফিচার চালু করবেন যেভাবে

তরুণদের জন্য ফেসবুক নিয়ে এল পডকাস্ট সিরিজ