Ajker Patrika

এখন আপনার সব আলাপ মনে রাখবে চ্যাটজিপিটি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৪: ৫৯
চ্যাটজিপিটির মেমোরি বা স্মৃতিশক্তি এর আগেও কয়েক দফা উন্নত করা হয়েছিল। ছবি: টেক রেডার
চ্যাটজিপিটির মেমোরি বা স্মৃতিশক্তি এর আগেও কয়েক দফা উন্নত করা হয়েছিল। ছবি: টেক রেডার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে যত কথাই হোক না কেন, তা এখন সব মনে রাখতে পারবে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ঘোষণা দিয়েছেন, চ্যাটজিপিটি এখন থেকে ব্যবহারকারীর সঙ্গে হওয়া প্রতিটি কথোপকথন মনে রাখতে পারবে। এতে করে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এই সহকারী আরও ব্যক্তিকেন্দ্রিক সেবা দিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তবে এ ধরনের সুবিধা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে।

চ্যাটজিপিটির মেমোরি বা স্মৃতিশক্তি এর আগেও কয়েক দফা উন্নত করা হয়েছিল। এত দিন পর্যন্ত এটি কয়েক সপ্তাহের কথোপকথন মনে রাখতে পারত। তবে এখন থেকে সেই সীমা উঠে যাচ্ছে। ফলে ব্যবহারকারীরা চাইলে পূর্ববর্তী আলোচনার ওপর ভিত্তি করে সময় ব্যবস্থাপনা, পরামর্শ বা আত্মোন্নয়নমূলক আলোচনা করতে পারবেন।

চ্যাটজিপিটির অন্যান্য নতুন ফিচারের মতোই সর্বশেষ ভার্সনের এই ‘অসীম স্মৃতি’ সুবিধাটি সম্পূর্ণভাবে চালু হতে কিছুটা সময় লাগবে। প্রাথমিকভাবে এটি কেবল চ্যাটজিপিটি প্রো ও প্লাস গ্রাহকদের জন্য চালু করা হবে। অর্থাৎ, আপাতত এই সুবিধা শুধু প্রিমিয়াম ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।

তবে দীর্ঘ মেয়াদে চিন্তা করলে ভবিষ্যতের সুপার এআই প্রযুক্তির ক্ষেত্রে এই ‘অসীম মেমোরি’ একেবারেই সাধারণ একটি বৈশিষ্ট্য হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চ্যাটজিপিটি কেবল এর সূচনা।

তবে নতুন এই ফিচার নিয়ে উদ্বেগও আছে। উন্নত মেমোরি সুবিধাসম্পন্ন চ্যাটজিপিটি ব্যবহার করতে গিয়ে মানুষ আরও বেশি সতর্ক হয়ে উঠবে।

চ্যাটজিপিটি মূলত একটি ব্যক্তিগত বা গোপন প্ল্যাটফর্ম নয়। তাই আলাদা করে ‘অপ্ট-আউট’ না করেন, তাহলে ব্যবহারকারীর লেখা বা বলা কথাবার্তা এআই প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতে পারে।

আর ব্যবহারকারীর অনুমতি ছাড়া যে কেউ ডিভাইসে প্রবেশ করে খুব সহজ একটি প্রম্পট দিয়েই ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্যগুলো বের করে নিতে পারবে। কারণ এটি এখন ব্যবহারকারীর সমস্ত আলোচনার ইতিহাস মনে রাখতে পারে। তাই অনেকেই পরামর্শ দিচ্ছেন, চ্যাটজিপিটিকে যেন এমন নির্দেশনা দেওয়া হয়, যাতে ব্যক্তিগত তথ্য জানানোর আগে একটি পাসকোড চায়।

তবে এই মেমোরি ফিচারটি বন্ধ করার একটি উপায় রয়েছে।

এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. চ্যাটজিপিটি অ্যাপটি খুলুন।

২. ওপরের বাঁ পাশে (বা কিছু ক্ষেত্রে নিচে ডান পাশে) থাকা মেনু আইকনে ট্যাপ করুন।

৩. মেনু থেকে নিজের অ্যাকাউন্টের ওপর ট্যাপ করুন। এর ফলে সেটিংস পেজ চালু হবে।

৪. এরপর ‘পারসোনালাইজেশন’ অপশনে ট্যাপ করুন।

৫. এখন ‘মেমোরি’ অপশনে ট্যাপ করুন।

৬. এবার ‘রেফারেন্স সেভড মেমোরি’ অপশনের পাশে থাকা টগলটি বন্ধ করে দিতে পারেন।

তবে মেমোরি ফিচারটি চালু রাখতে চাইলে একটি নির্দিষ্ট চ্যাট চ্যাটজিপিটি যেন মনে না রাখে, সে ক্ষেত্রে আপনি একটি টেম্পোরারি চ্যাট চালু করতে পারেন। এতে করে সেই আলাপ আলাদা রাখা হবে। তবে মনে রাখা দরকার, ওপেনএআই এখনো সেই চ্যাট ৩০ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারে।

তথ্যসূত্র: লাইফ হ্যাকার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত