Ajker Patrika
হোম > প্রযুক্তি

টেসলার ৩ মডেলের বৈদ্যুতিক গাড়ির দাম কমল ২ হাজার ডলার  

অনলাইন ডেস্ক

টেসলার ৩ মডেলের বৈদ্যুতিক গাড়ির দাম কমল ২ হাজার ডলার  

চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি–মার্চ) প্রত্যাশার চেয়ে মুনাফা কম হওয়ায় তিনটি মডেলের বৈদ্যুতিক গাড়ির (ইভি) দাম ২ হাজার ডলার কমিয়েছে টেসলা। গত শুক্রবার ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানির ওয়েবসাইটে ওয়াই, এক্স ও এস মডেলের নতুন দাম প্রকাশ করা হয়েছে। 

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মডেল ওয়াই এর মূল সংস্করণের দাম এখন ৪২ হাজার ৯৯০ ডলার। এই মডেলের লং-রেঞ্জ সংস্করণের দাম যথাক্রমে ৪৭ হাজার ৯৯০ ডলার ও ৫১ হাজার ৪৯০ ডলার। এস মডেলের মূল সংস্করণের দাম এখন ৭২ হাজার ৯৯০ ডলার ও প্লেইড সংস্করণের দাম ৮৭ হাজার ৯৯০ ডলার। অপরদিকে মডেল এক্সের মূল সংস্করণের দাম ৭৭ হাজার ৯৯০ ডলার ও প্লেইড সংস্করণের দাম ৯২ হাজার ৯০০ ডলার। 

এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে টেসলা নর্থ আমেরিকা বলেছে, ৩০ এপ্রিলের পর সকল বাজারে রেফারেল প্রোগ্রামের সুবিধা বন্ধ করবে কোম্পানিটি। রেফারেল প্রোগ্রামের মাধ্যমে ক্রেতাদের বিশেষ প্রণোদনা দেওয়া হয়। এর মাধ্যমে পণ্য বিক্রি বৃদ্ধি পায়। কৌশলটি বহুদিন ধরে ব্যবহার করে আসছে গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো । 

গত শনিবার রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শেষ মুহূর্তে নির্ধারিত ভারত সফর স্থগিত করেন ইলন মাস্ক। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বাজারে প্রবেশের বিষয়ে কোম্পানির পরিকল্পনা ঘোষণা করার কথা ছিল। 

গত সোমবার কোম্পানিটির অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে রয়টার্স জানায়, বিশ্বজুড়ে ১০ শতাংশ কর্মী ছাঁটাই করবে ইভি প্রস্তুতকারক কোম্পানিটি। 

আবার এই মাসের শুরুর দিকে জানা যায় যে, সাশ্রয়ী দামের গাড়ি তৈরির পরিকল্পনা বাদ দিয়েছে টেসলা। যার দাম সম্ভবত ২৫ হাজার ডলার হতো। এর মাধ্যমে নিম্ন আয়ের ক্রেতাদের বাজারে প্রবেশ করার আশা করছিলেন কোম্পানির বিনিয়োগকারীরা। 

কোম্পানির প্রতিবেদনে বলা হয়, দাম কমানো হলে টেসলার গাড়ির চাহিদায় ধস নেমেছে। প্রথম ত্রৈমাসিকে বিশ্বজুড়ে টেসলার গাড়ি বিক্রি চার বছরের মধ্যে প্রথমবারের মতো কমেছে। 

গত মঙ্গলবার চলতি বছরের প্রথম ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করে টেসলা।

সৌরবিদ্যুতে চলবে ল্যাপটপ, রিচার্জ হবে ঘরের আলোতেও

এআই খাতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে চীনা অনার

শিশুদের জন্য কতটা নিরাপদ টিকটক, তদন্ত করছে যুক্তরাজ্য

হোয়াটসঅ্যাপে চ্যাটথ্রেড ও মেসেজ পিন করবেন যেভাবে

আবুধাবি থেকে দুবাই যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ