Ajker Patrika
হোম > প্রযুক্তি

এআই দিয়ে ওয়ালপেপার তৈরি করা যাবে যে ৫টি ফোনে 

অনলাইন ডেস্ক

এআই দিয়ে ওয়ালপেপার তৈরি করা যাবে যে ৫টি ফোনে 

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিভিন্ন ভাবে কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে পছন্দের ওয়ালপেপার তৈরির সুযোগ দিচ্ছে বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড ফোন। এর মাধ্যমে আপনার ফোনটিকে অন্যদের চেয়ে অনন্য ও আলাদা দেখাবে। 

এআই ওয়ালপেপার একটি ক্লাউড ভিত্তিক ফিচার। এতে টেক্সট টু ইমেজ জেনারেটিভ এআই মডেল ব্যবহার করা হয়। ফলে ব্যবহারকারীরা টেক্সটের মাধ্যমে কোনো নির্দেশনা দিলে সেই নির্দেশনা অনুযায়ী ছবি তৈরি করে দেবে এই ফিচার। ছবিগুলো ফোনের ওয়ালপেপার হিসেবে তৈরি করা যাবে। ফোনের বাইরের কোনো এআই টুল ব্যবহার করলে ছবিটি ফোনের ওয়ালপেপার অনুযায়ী ক্রপ করতে হতে পারে বা ওয়ালপেপারের রেজল্যুশন কমে যেতে পারে। তবে ফোনে এই ফিচার ব্যবহার করলে এসব সমস্যার সম্মুখীন হতে হবে না। 

যে ৫টি ফোনে এআই দিয়ে ওয়ালপেপার তৈরির সুবিধা রয়েছে তা তুলে ধরা হল—

স্যামসাং গ্যালাক্সি এস ২৪ আলট্রা 
সর্বপ্রথম স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলে এই ফিচার যুক্ত করা হয়। এটি গ্যালাক্সি এআই এর মাধ্যমে কাজ করে। দ্রুত ওয়ালপেপার তৈরির জন্য ব্যবহারকারীরা ৯টি প্রম্পট (টেক্সটের মাধ্যমে নির্দেশনা) এবং ৬টি ভিন্ন ক্যাটাগরি থেকে পছন্দের প্রম্পট ও ক্যাটাগরি বাছাই করতে পারবেন। তবে নিজের তৈরি প্রম্পট দিয়ে ওয়ালপেপার তৈরি সুযোগ নেই এই ফোনে। 

মটো এজ ৫০ প্রো 
মটো এজ ৫০ প্রো–তে এআই দিয়ে ওয়ালপেপার তৈরির বিষয়টি স্যামসাংয়ের চেয়ে আলাদা। এর মাধ্যমে ব্যবহারকারীরা পুরো ছবি তৈরি করতে পারবে না। এটি গ্যালারির ছবি ওপর ভিত্তি করে বিভিন্ন প্যাটার্ন তৈরি করে। এই ওয়ালপেপারগুলো জামা কাপড়, গয়না ও স্থাপত্য নকশার মতো বিভিন্ন বিষয়ের অনুকরণে তৈরি করা হতে পারে। 

নাথিং ফোন ২এ 
যেসব ফোনে এআই দিয়ে ওয়ালপেপার তৈরির ফিচার রয়েছে তার মধ্যে সবচেয়ে সাশ্রয়ী হল নাথিং ফোন ২ এ। কাস্টমাইজেশন মেনু থেকে পূর্বনির্ধারিত ছবি গুলো বিভিন্ন ভাবে সমন্বয় করে নতুন ওয়ালপেপার তৈরি করে দেয় এই ফোন। ফোনের ওয়ালপেপার স্টুডিও অপশন ব্যবহার করে নতুন ওয়ালপেপার তৈরি ও ডাউনলোড করা যাবে। 

ইনফিনিক্স নোট ৪০ প্রো
এআই দিয়ে ওয়ালপেপার তৈরি করতে দেয় ইনফিনিক্স নোট ৪০ প্রো। এটি জেমিনি এআই, চ্যাটজিপিটি ও মাইক্রোসফটে কোপাইলটের মতো ছবি তৈরি টুলের মতো কাজ করে। ব্যবহারকারীরা পছন্দের মতো নির্দেশনা দিলে সেই অনুযায়ী ব্যবহারকারীরা ছবি তৈরি করে দেবে। তবে ফিচারটি কিছু দেশের জন্য উন্মুক্ত করা হয়েছে। নতুন আপডেটের মাধ্যমে ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে কোম্পানিটি দাবি করে। 

স্যামসাং গ্যালাক্সি এস ২৩ 
স্যামসাংয়ের অপারেটিং সিস্টেম ওয়ানইউআইয়ের ৬ দশমিক ১ এর আপডেটের পর গ্যালাক্সি এস ২৩ মডেলেও এআই দিয়ে ওয়ালপেপার তৈরি সুবিধা দেওয়া হয়েছে। ফিচারটি স্যামসাং গ্যালাক্সি এস ২৪ আলট্রা এর মতো কাজ করবে। পরবর্তীতে ফিচারটি স্যামসাং গ্যালাক্সি এস ২৩ এফই, গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ও গ্যালাক্সি জেড ফোল্ড ৫ স্মার্টফোনে দেওয়া হয়েছে। 

তথ্যসূত্র: ইন্ডিয়ার এক্সপ্রেস

গ্যালাক্সি এস২৫ এজের দাম ও স্পেসিফিকেশন ফাঁস

নিজস্ব এআই রিজনিং মডেল আনছে মাইক্রোসফট

হোয়াটসঅ্যাপ চ্যানেলে আয়ের সুযোগ, খুলবেন যেভাবে

স্মার্টফোনের কোন স্ক্রিনের জন্য কেমন প্রটেক্টর

এআই বিভাগ খুলছে বিবিসি

হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকগ্রাউন্ড ও টেক্সট কালার পরিবর্তন করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরির ব্যাকআপ রাখার উপায়

সবচেয়ে নির্ভুল ঘড়ি বাজারে আনল জাপান, দাম ৩৩ লাখ ডলার

জটিল প্রশ্নের উত্তর দেবে গুগল সার্চের নতুন ‘এআই মোড’

যে কারণে ওপেনএআইয়ের সঙ্গে ৫ বছরের চুক্তি করল অক্সফোর্ড