হোম > প্রযুক্তি

স্মার্টফোনেও মাইক্রোসফটের সফটওয়্যার চালাতে এল ‘উইন্ডোজ অ্যাপ’

আইফোন, অ্যাইপ্যাড, ম্যাক ও পিসির জন্য উইন্ডোজ অ্যাপ নিয়ে এল মাইক্রোসফট। দূরবর্তী পিসি, আজুর ভার্চুয়াল ডেস্কটপ, উইন্ডোজ ৩৬৫, মাইক্রোসফট ডেভ বক্স ও মাইক্রোসফট ডেস্কটপ সার্ভিসের স্ট্রিমিংয়ের জন্য এটি সেন্ট্রাল হাব (কেন্দ্র) হিসেবে ব্যবহৃত হবে।

উইন্ডোজ অ্যাপের মাধ্যমে একাধিক মনিটরে প্রবেশ করা যাবে। কাস্টম ডিসপ্লে রেজল্যুশন ও স্কেলিংয়ের সুবিধাও পাওয়া যাবে। তবে অ্যাপটি এখনই  অ্যান্ড্রয়েডে ব্যবহার করা যাবে না। 

উইন্ডোজ অ্যাপ রিমোট ও ক্লাউড পিসিতে যুক্ত করার জন্য একটি হাব হিসেবে কাজ করবে। 

বর্তমানে মাইক্রোসফট বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করতে পারবে। ধীরে ধীরে সব গ্রাহকদের জন্য এটি উন্মোচন করা হবে। 

দূরবর্তী পিসিগুলির সঙ্গে সংযোগের জন্য মাইক্রোসফটের মতো একটি অ্যাপ আছে। তাই নতুনভাবে ‘উইন্ডোজ অ্যাপ’ তৈরি করাকে বিশেষভাবে দেখছেন অনেক প্রযুক্তি বিশ্লেষকরা। তবে উইন্ডোজকে সম্পূর্ণরূপে ক্লাউডে নিয়ে যাওয়ার জন্য এটি মাইক্রোসফটের প্রথম পদক্ষেপ হতে পারে।

গত সেপ্টেম্বরে সারফেস ও উইন্ডোজের প্রধান প্যানোস পানে অ্যামাজনের যাওয়ার পর নতুন ওয়েবকেন্দ্রিক উইন্ডোজে মনোযোগ দিয়েছে মাইক্রোসফট। এজন্য ‘উইন্ডোজ এন্ড ওয়েব এক্সপেরিয়েন্স’ নামে টিম গঠন করেছে। দলটি উইন্ডোজের জন্য এআইচালিত ওয়েব সেবা তৈরি করবে। এর মধ্যেই উইন্ডোজ ১১ ভার্সনে বেশ কয়েকটি ওয়েবভিত্তিক ফিচার দেখা গেছে। এর মধ্যে আছে– নতুন উইজেট সিস্টেম ও কোপাইলট।

ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) বনাম মাইক্রোসফ্টের শুনানিতে জানা যায়, উইন্ডোজকে সম্পূর্ণরূপে ক্লাউডে নিয়ে যেতে চায় মাইক্রোসফ্ট। এজন্য উইন্ডোজ ৩৬৫ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। মাইক্রোসফটের পণ্য ক্লাউডভিত্তিক করার প্রথম পদক্ষেপ হতে পারে উইন্ডোজ অ্যাপ। এর ফলে যেসব গ্রাহক মাইক্রোসফট অপারেটিং সিস্টেম ব্যবহার করে না, এখন থেকে তারাও ডিভাইসে ক্লাউড পিসি ও উইন্ডোজ অ্যাপ ব্যবহার করতে পারবে।

বিটকয়েনে টিউশন ফি নেবে স্কটল্যান্ডের ব্যয়বহুল বোর্ডিং স্কুল

ফেসবুক গ্রুপের পোস্ট ম্যানেজ করবেন যেভাবে

এ বছরই নতুন ১০ ডিভাইস আনতে পারে অ্যাপল

চ্যাট, কল ও চ্যানেলের জন্য নতুন ফিচার যুক্ত হলো হোয়াটসঅ্যাপে

এখন আপনার সব আলাপ মনে রাখবে চ্যাটজিপিটি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যেসব মডেল পাবে স্যামসাংয়ের ওয়ানইউআই ৭ আপডেট

যে কারণে ওপেনএআইয়ের সাবেক বিজ্ঞানীর স্টার্টআপে বিনিয়োগ করছে গুগল ও এনভিডিয়া

চীনের সেনাসংশ্লিষ্ট শতাধিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে ইন্টেল

ফেসবুক পোস্টের অনুমোদন দেওয়ার ফিচার চালু করবেন যেভাবে

তরুণদের জন্য ফেসবুক নিয়ে এল পডকাস্ট সিরিজ