Ajker Patrika
হোম > প্রযুক্তি

স্টিভ জবসের হাতে তৈরি কম্পিউটার নিলামে

অনলাইন ডেস্ক

স্টিভ জবসের হাতে তৈরি কম্পিউটার নিলামে

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি একটি কম্পিউটার নিলামে উঠছে। এর ভিত্তিমূল্য ধরা হয়েছে ছয় লাখ ডলারের বেশি। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় এক কম্পিউটারটির নিলাম অনুষ্ঠিত হবে। 

নিলামে উঠতে যাওয়া অ্যাপল-১ মডেলের কম্পিউটারটি কাঠের ফ্রেমে তৈরি।  জবস এবং ওজনিয়াক গ্যারেজে বসে শুরুর দিকে যে ২০০টি কম্পিউটার তৈরি করেছিল এটি তার মধ্যে অন্যতম।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, কম্পিউটারটির কাঠের ফ্রেমটি হাওয়াই থেকে নকশা করে আনা। অ্যাপলের তৈরি প্রথম ২০০টি কম্পিউটারে এই ফ্রেম ব্যবহার করা হয়েছিল।

সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমসে অ্যাপল-১ বিশেষজ্ঞ কোরি কোহেন বলেন, এই নিলাম অনেক মানুষকে উদ্দীপ্ত করবে।

নিলাম হাউসের কর্মকর্তা জন মোরান বলেন, কম্পিউটারটির এখন পর্যন্ত দুজন মালিক ছিলেন।  

নিলাম হাউসের ওয়েবসাইটে বলা হয়,  ক্যালিফোর্নিয়ার রাঞ্চো কুকামোঙ্গার চাফি কলেজের একজন অধ্যক্ষ এই কম্পিউটারটি কিনেছিলেন। পরে তিনি ১৯৭৭ সালে তার এক শিক্ষার্থীর কাছে সেটি বিক্রি করে দেয়।

লস অ্যাঞ্জেলস টাইমের প্রতিবেদনে ওই শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়নি। ওই শিক্ষার্থী তখন ৬৫০ ডলারে কম্পিউটারটি কিনেছিলেন।

অ্যাপল-১ বিশেষজ্ঞ কোরি কোহেন বলেন, শুধু প্রযুক্তিশিল্প সংশ্লিষ্টরা নয় অনেক মানুষই জানতে চায় কোন ব্যক্তির আছে অ্যাপল-১ কম্পিউটারটি রয়েছে। 

১৯৭০ এবং ৮০র দশকে সফলতা পায় জবস এবং ওজনিয়াকের প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাপল। ২০১১ সালের মৃত্যুর আগে অ্যাপলকে জনপ্রিয় কোম্পানি হিসেবে দেখে গিয়েছে এর প্রতিষ্ঠাতে স্টিভ জবস।

লাইভ লোকেশন শেয়ারসহ নতুন ৪ ফিচার আসছে অ্যান্ড্রয়েডে

সেমিকন্ডাক্টর শিল্পে ৫২ দশমিক ৭ বিলিয়ন ডলারের ভর্তুকি আইন বাতিল চান ট্রাম্প

নতুন চিপের আইপ্যাড এয়ার ও ম্যাজিক কিবোর্ড নিয়ে এল অ্যাপল

হোয়াটসঅ্যাপে রেজল্যুশন ঠিক রেখে ছবি ও ভিডিও পাঠানোর উপায়

বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার ৭ দিন ব্যাহত হতে পারে

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার, থাকবে এম৪ চিপ

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে