হোম > প্রযুক্তি

৩০ জিবি নয়, মাত্র ৪ জিবি ডিস্কেই ইনস্টল করা যাবে উইন্ডোজ ১১

প্রযুক্তি ডেস্ক

মাইক্রোসফটের উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের সবচেয়ে বিরক্তিকর ফিচার হলো, এটি ইনস্টল করতে কমপক্ষে ২০ গিগাবাইট (জিবি) ডিস্ক স্পেস লাগে। কখনো কখনো ফুল ফিচারড অপারেটিং সিস্টেম ইনস্টলের জন্য ৩০ জিবি ডিস্ক স্পেসও লাগে। 

এর একটা বিকল্প সমাধান নিয়ে এসেছে ডেভেলপার এনটিডেভ (NTDEV)। তারা একটি ডি–ব্লোটেড উইন্ডোজ ১১ ডিস্ট্রিবিউশন বানিয়েছে। এই সংস্করণটি মাত্র ২ জিবি আইএসওতে সংকুচিত করেছে তারা। এটি ইনস্টলেশনের পর মাত্র ৩ দশমিক ৩ জিবি ডিস্ক স্পেস দখল করে। এটির নাম দেওয়া হয়েছে tiny 11 core OS। 

এর আগেও এনটিডেভ উইন্ডোজ ১১–এর মেমোরি ফুটপ্রিন্ট কমিয়ে আনার চেষ্টা করেছিল। তবে এবার উইন্ডোজ ১১–এর আকার অবিশ্বাস্যরকম কমিয়ে আনতে সক্ষম হয়েছে। 

এনটিডেভ জানিয়েছে, উইন্ডোজ ১১–এর স্টোরেজ ফুটপ্রিন্ট কমানোর জন্য প্রধান কৌশলগুলোর একটি ছিল এলজেডএক্স ডিস্ক (ডি) কম্প্রেশন ব্যবহার। একটি সাধারণ উইন্ডোজ ১১ ইনস্টল প্রায় ২০ জিবি ডিস্ক স্পেস দখল করতে পারে, এর সঙ্গে প্রয়োজনীয় অ্যাপস এবং গেম যুক্ত করলে আকার ৩০ জিবি ছাড়িয়ে যায়। যেখানে tiny 11 core এর চেয়ে প্রায় ৬ গুণ কম স্পেস নেয়। 

অপারেটিং সিস্টেমকে একেবারে ন্যূনতম আকারে নামিয়ে আনায় এনটিডেভের বেশ সুনাম আছে। তাদের tiny 11 ডিস্ট্রিবিউশনও কিন্তু বেশ ছোট, ইনস্টল করার পর প্রায় ৮ জিবি ডিস্ক স্পেস নেয়। Windows 10 প্লাস CompactOS তেমনই একটি। এটিও তারা এলজেডএক্স অ্যালগরিদম ব্যবহার করে অপারেটিং সিস্টেম ফাইল সংকুচিত করেছে। 

টাইনি ১১ কি উইন্ডোজ ১১–এর বিকল্প? 
তবে মনে রাখতে হবে, টাইনি ১১ কিন্তু কোনোভাবেই মাইক্রোসফটের উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের বিকল্প নয়। এতে অনেক ফিচারই বাদ দেওয়া হয়। টাইনি ১১–এ উল্লেখযোগ্য যেসব পরিবর্তন আনা হয়েছে সেগুলো হলো: Windows Component Store (WinSxS), Windows Defender, Recovery Agent, Microsoft Edge, এবং Windows Update। ফলে tiny 11 core–এর নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। 

এ কারণে এনটিডেভও বলেছে, টাইনি ১১ কোর কোনোভাবেই উইন্ডোজ ১১ বা এমনকি টাইনি ১১–এর বিকল্প নয়। এটি বড় জোর পরীক্ষা–নিরীক্ষা বা ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে ভার্চুয়াল মেশিনে (VM) ব্যবহারের জন্য দুর্দান্ত একটি বিকল্প হতে পারে। 

টাইনি ১১ কোর ব্যবহার করতে চাইলে রিলিজ পেজে গিয়ে ইনস্টলেশনের নির্দেশনাগুলো পড়ে নিন। টাইনি ১১ কোর ডাউনলোড করতে খুব বেশি সময় লাগবে না কারণ আইএসও ফাইলটি মাত্র ২ জিবি! 

তথ্যসূত্র: টমসহার্ডওয়্যার

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন