হোম > প্রযুক্তি

জিমেইলের ফন্টের আকার পরিবর্তন করবেন যেভাবে

জিমেইলে ফন্ট পরিবর্তনের চারটি সাইজ অপশন রয়েছে। ছবি: অ্যামেট্রি

ইমেইল আদান প্রদানের জনপ্রিয় অ্যাপ জিমেইল। এই প্ল্যাটফর্মে ফন্টের আকার পছন্দের মতো পরিবর্তন করার সুযোগ রয়েছে। তবে এই ফিচারটি সম্পর্কে অনেকেই জানে না। খুব সহজেই ফন্টের আকার বা সাইজ পরিবর্তন করা যায়।

ফন্ট আকার পরিবর্তনের আগে কিছু বিষয় জানা প্রয়োজন। ব্যবহারকারীরা দুইভাবে ফন্ট সাইজ বাড়াতে পারে। প্রথমটি হল–আপনার ইমেইলের মধ্যে টেক্সটের সাইজ বাড়ানো। অর্থাৎ ইমেইল লেখার সময় ফন্টের সাইজের বাড়ানো। দ্বিতীয়টি হল—জিমেইলের এর সেটিংসের মাধ্যমে সাইজ বাড়ানো, যাতে প্রতিবার একই ফন্টের সাইজে ইমেইল লেখা যায়।

জিমেইলে ফন্ট পরিবর্তনের চারটি সাইজ অপশন রয়েছে। যেমন: স্মল (ছোট), নরমাল (স্বাভাবিক), লার্জ (বড়) বা হিউজ (বিশাল)। ইমেইলগুলোর জন্য ডিফল্ট সেটিংস হলো—‘নরমাল’।

ইমেইল পাঠানোর সময় ফন্ট সাইজ বাড়াবেন যেভাবে
জিমেইল প্রতিবার ইমেইল লেখার সময় টেক্সটের ফন্ট সাইজ বাড়ানো–কমানোর সুযোগ থাকে। ইমেইলের বিষয়বস্তু গুরুত্ব বোঝাতে বা স্পষ্টভাবে তুলে ধরতে এই সুযোগ দেওয়া হয়। কারণ মূল শব্দগুলোর ফন্ট সাইজ বাড়ালে পাঠকের চোখ সেটির দিকে আকৃষ্ট হবে।

কম্পিউটার থেকে ফন্ট সাইজ পরিবর্তন
১.
জিমেইল চালু করুন।
২. স্ক্রিনের ওপরের-বাম কোনায় থাকা জিমেইল লোগোর নিচে কম্পোজ অপশনে ক্লিক করুন।
৩. ফরম্যাটিং অপশনস (A) খুলুন।
৪. সাইজ ((TT) অপশনে ক্লিক করুন।
৫. চারটি সাইজ অপশন থেকে একটি পছন্দ করুন।

স্মার্টফোন ফন্ট সাইজ পরিবর্তন করবেন যেভাবে
স্মার্টফোনে জিমেইল অ্যাপ থেকে সরাসরি ফন্ট সাইজ পরিবর্তন করা যায় না। এ জন্য ফোনের সেটিংস ব্যবহার করতে হয়।

১. স্মার্টফোনের সেটিংস অপশন চালু করুন।
২. এবার সার্চ বক্সে ‘ফন্ট সাইজ’ বা ‘টেক্সট সাইজ’ শব্দটি লিখে সার্চ করুন।
৩. এর পর নিচের স্লাইডারটি ডানে বা বামে নিয়ে ফোনের ফন্ট সাইজ পরিবর্তন করুন।
৪. এখন জিমেইল অ্যাপে গিয়ে স্বাভাবিকভাবে মেইল কম্পোজ করুন।

ডিফল্ট ফন্ট সাইজ নির্ধারণ করবেন যেভাবে
বড় বা বিশাল আকারের টেক্সটে (যেগুলো জিমেইল এর ডিফল্ট স্বাভাবিক সাইজের চেয়ে দুটি বড়) ইমেইল লিখতে পছন্দ করলে সেটিংস থেকে এই পরিবর্তনটি করুন। এতে প্রতিবার ইমেইল লেখার সময় ফন্ট সাইজ বাড়ানোর প্রয়োজন হবে না। একই পদক্ষেপ অনুসরণ করে ফন্ট সাইজ ছোটও করতে পারেন।

১. কম্পিউটারে জিমেইল চালু করুন।
২. এরপর ওপরের বাম দিকে থাকা সেটিংস অ্যাপে চালু করুন।
৩. এরপর ‘সি অল সেটিংস’–এ ক্লিক করুন।
৪. এখন ‘ডিফল্ট টেক্সট স্টাইল’ সেকশনে যান। (এটি জেনারেল ট্যাবের অধীরে আছে)
৫. সাইজ (TT) অপশনে ক্লিক করুন। ডিসপ্লে বক্সে একটি টেক্সট স্যাম্পল দেখতে পাবেন। এখান থেকে পছন্দমতো ফন্ট সাইজ নির্বাচন করুন।
৬. নিচের দিকে স্ক্রল সেভ চেঞ্জেস-এ ক্লিক করুন।

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

বিটকয়েনে টিউশন ফি নেবে স্কটল্যান্ডের ব্যয়বহুল বোর্ডিং স্কুল

ফেসবুক গ্রুপের পোস্ট ম্যানেজ করবেন যেভাবে

এ বছরই নতুন ১০ ডিভাইস আনতে পারে অ্যাপল

চ্যাট, কল ও চ্যানেলের জন্য নতুন ফিচার যুক্ত হলো হোয়াটসঅ্যাপে

এখন আপনার সব আলাপ মনে রাখবে চ্যাটজিপিটি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যেসব মডেল পাবে স্যামসাংয়ের ওয়ানইউআই ৭ আপডেট

যে কারণে ওপেনএআইয়ের সাবেক বিজ্ঞানীর স্টার্টআপে বিনিয়োগ করছে গুগল ও এনভিডিয়া

চীনের সেনাসংশ্লিষ্ট শতাধিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে ইন্টেল

ফেসবুক পোস্টের অনুমোদন দেওয়ার ফিচার চালু করবেন যেভাবে

তরুণদের জন্য ফেসবুক নিয়ে এল পডকাস্ট সিরিজ