Ajker Patrika
হোম > প্রযুক্তি

ইনস্টাগ্রামের সঙ্গে পাল্লা দিতে নতুন ফটোজ অ্যাপ আনছে টিকটক

অনলাইন ডেস্ক

ইনস্টাগ্রামের সঙ্গে পাল্লা দিতে নতুন ফটোজ অ্যাপ আনছে টিকটক

ইনস্টাগ্রামের সঙ্গে প্রতিযোগিতা আরও কঠিন করতে নতুন ফটোজ অ্যাপ নিয়ে আসতে পারে টিকটক। কম দৈর্ঘ্যের ভিডিও ফিচারের নকল করে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ হিসেবে সম্প্রতি টিকটককে ছাড়িয়ে গেছে ইনস্টাগ্রাম। শর্টস ও  রিলস ফিচারের মাধ্যমে টিকটকের ব্যবহাকারীদের আকৃষ্ট করা চেষ্টা করছে ইউটিউব ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম। আর তাই নতুন ফটোজ অ্যাপ নিয়ে এসে ইনস্টাগ্রামের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে টিকটক। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্যএসপিঅ্যান্ড্রয়েডের প্রতিবেদনে অ্যাসেম্বলডিবাগ বলে, টিকটকের সর্বশেষ এপিকেতে (৩৩.৮. ৪ সংস্করণ) কিছু কোডের স্ট্রিং (স্ট্রিং হল এক ধরনের টেক্সট ডেটা যা প্রোগ্রামিংয়ে ব্যবহৃত হয়) থেকে টিকটিক ফটোজ নামের নতুন এক অ্যাপের বিষয়ে জানা যায়। স্ট্রিংগুলো থেকে জানা যায় নতুন অ্যাপটির সঙ্গে টিকটকের প্রধান অ্যাপের সংযোগ থাকবে। 

এক স্ট্রিংয়ে বলা হয়, ‘যারা ফটো পোস্টগুলো উপভোগ করে এমন সমমনা ব্যক্তিদের কাছে পৌঁছান’। অর্থাৎ এই বার্তার মাধ্যমে বোঝা যায়, টিকটক ফটোজ থেকে ছবি ডাউনলোড করার লিংক থাকবে। অন্যান্য স্ট্রিংয়ে লেখা আছে, ‘টিকটক ফটোজে ছবি শেয়ার করুন” ও ‘টিকটক ফটোজে ছবি সিংক করুন’। কোডের এসব স্ট্রিং থেকে বোঝা যায় টিকটক ফটোজ অ্যাপের সঙ্গে টিকটিক প্ল্যাটফর্মের ছবি শেয়ার করা যাবে। 

এই অ্যাপের হোম স্ক্রিনের  বিভিন্ন ফরম্যাটও অ্যাসেম্বলডিবাগ তুলে ধরে। নতুন অ্যাপের ইন্টারফেসে একই ধরনের রঙ ব্যবহার করা হয়েছে। তবে টিকটকের লোগোতে  মিউজিক নোটটি বাদ দিয়ে ‘পি’ বর্ণটি ব্যবহার করা হয়েছে। 

যদিও ব্যবহারকারীরা ইতিমধ্যেই বিদ্যমান টিকটক অ্যাপে ছবি শেয়ার করতে পারে। তবে অ্যাপটিতে ভিডিও ও ছবির একই সঙ্গে থাকায় একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এজন্য টিকটকের নতুন ফটোজ ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হবে। 

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

নতুন চিপের আইপ্যাড এয়ার ও ম্যাজিক কিবোর্ড নিয়ে এল অ্যাপল

হোয়াটসঅ্যাপে রেজল্যুশন ঠিক রেখে ছবি ও ভিডিও পাঠানোর উপায়

বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার ৭ দিন ব্যাহত হতে পারে

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার, থাকবে এম৪ চিপ

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’

একাধিক ফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার উপায়